স্বাধীনতা বিরোধী শিবিরের অস্ত্রের উৎস কোথায়?

লিখেছেন লিখেছেন যমুনার চরে ১৪ ডিসেম্বর, ২০১৩, ১০:০৫:৩৯ রাত



নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে আটজন নিহত হয়েছে। পুলিশ ও শিবির কর্মীসহ আহত হয়েছে শতাধিক। শিবিরের গুলিতে পুলিশ কনস্টেবল বশির, রাসেল ও রাজুসহ শতাধিক শিবিরকর্মী আহত হয়। এদের মধ্যে ৩ পুলিশ সদস্যকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, আজ শনিবার বিকাল ৪টায় উপজেলার শিবির অধ্যুষিত কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল ও কেজি স্কুল রোড থেকে ছাত্রশিবির মিছিল বের করে উপজেলা মসজিদের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষে গুলি বিনিময় হয়। ঘটনাস্থলে আট শিবির কর্মী নিহত হয়। নিহতরা হলেন, বামনী নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৩), সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটির সফি উল্যাহর ছেলে রাসেল (২০), বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের নয়ন হাজী বাড়ীর আবদুল রহমানের ছেলে সজিব (২৪)। (১৯), মতিউর রহমান (২০), আব্দুস সাত্তার (১৭)। এদের বিস্তারিত পরিচয় জানা যায় নি। অন্য দুইজনের নাম জানা যায় নি। নোয়াখালী শহর শিবিরের সভাপতি নেয়ামত উল্লাহ শাকের জানিয়েছেন, শিবিরের আট জন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা যায় নি।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File