নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ছাগু ভাবনা।
লিখেছেন লিখেছেন যমুনার চরে ০৬ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৭:২৪ রাত
জন্মের পর থেকেই নিজেদের মাঝে হানাহানি, কাটাকাটি, অনৈক্য, লোভ লালসায় নিমজ্জিত মুসলমানদের ইসলাম ধর্মের বেহেস্তে নেলসল ম্যান্ডেলা যাবে কি যাবেনা, তানিয়ে ব্লগীয় ছাগুরা ব্যাতিব্যাস্ত হয়ে পরেছে। ভাবখানা এখন ; বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ইসলাম ধর্মের ৭২ মাগীর বেহেস্তের কাঙ্গাল??
ছাগুদের যন্ত্রনার কারন- আল্লাহ মননিত একমাত্র সত্যধর্ম(!?) ইসলামের সাচ্চা সাধক ওসমাবিন লাদেন মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ থুতু ফেলে সস্তির নিঃশ্বাস ফেলেছে।
অন্যদিকে- বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা (কাফের) নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে পৃথিবী এখন শোকের সাগরে নিমজ্জিত। কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কালো মানুষের ঝাণ্ডাবাহী এই নেতা। বর্ণবাদের বিরুদ্ধে ৯৫ বছর আগে বন-জঙ্গলে ঘেরা আফ্রিকায় ফুটেছিল যে কালো ফুল, সমগ্র পৃথিবীতে সুবাস ছড়িয়ে আজ চিরতরে বিদায় নিয়েছেন সেই ফুলটি। তবে তার ছড়িয়ে যাওয়া ঘ্রাণ পৃথিবীতে রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে।
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন