তুষারপাত- কুরআন শরীফের জ্ঞানের স্বল্পতা।
লিখেছেন লিখেছেন যমুনার চরে ০৬ ডিসেম্বর, ২০১৩, ০২:২৮:২৮ রাত
এখন শীতকাল। মৌসুমের এ সময়ে পৃথিবীর বিশাল অঞ্চল বরফে ঢাকা থাকে । বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপ, রাশিয়া, মধ্যএশিয়া, উত্তর ভারত, চীন, জাপান, কোরিয়ার এ সময়ে বরফে ঢাকা পরে যায়। অন্যদিকে উত্তরমেরু, দক্ষিন মেরু তো আছেই। ব্যাতিক্রম শুধু এরাবিয়ান প্যানিনসুলা, আফ্রিকা এবং বাংলাদেশসহ দক্ষিন ও দক্ষিন-পূর্ব এশিয়ার কিছু অঞ্চল।
ধর্মগ্রন্থ কোরানে আকাশ থেকে বৃষ্টি, মরুঝড়, পাথরবৃষ্টি(!?) এসবের কথা বলা হলেও তুষারপাত, স্নো পরার কথা কোথাও বলা নেই। No word for snow in quran. এটা কি বিধাতা (কুরআন রচনাকারী) র জ্ঞানের স্বল্পতা? সন্দেহ হছ্ছে এ কারনে যে- সে সময় যোগাযোগ বিছিন্ন মধ্য আরবের মরুভুমিতে বসবাস করে প্রযুক্তিহীন প্রফেট মুহাম্মদের পক্ষে পৃথিবীর দুরবর্তী অঞ্চললের জলবায়ুর খবরা-খরব রাখা কোন ভাবেই জানা সম্ভব ছিল না।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন