প্রতিপদে ইসলাম-ইসলাম ; আমার কিছু জিজ্ঞাসা।

লিখেছেন লিখেছেন যমুনার চরে ২৩ নভেম্বর, ২০১৩, ০৯:৪২:৫১ সকাল

১। "সুরা তালাক-৪ ; তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।"

আধুনিক গইনোকোলোজির যুগে মেয়েদের ইদ্দত কাল তিন মাস হতে হবে কেন?

২। কোন মুসলিম চোরাবালিতে আটকে আছে, তখন কোন অমুসলিমের সাহায্য নেয়া ইসলামে জায়েজ কিনা? কোন মুসলিম অঞ্চলে প্রাকৃতিক দুর্যগে খাদ্যের অভাব দেখা দেখা দিল, তখন অমুসলিমদের রিলিফ নেয়া ইসলাম সম্মত কিনা?

৩। অমুসলিম দেশে(যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, রাসিয়া, চীন, ভারত, জাপান ইত্যাদি অনেক দেশে) যে কোন ধর্মের মানুষ সে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চিফ জাষ্টিস, সিটি মেয়র ইত্যাদি হতে বাধা নেই। ইসলামী আইনে শাসিত দেশে কি এই একই নিয়ম চলতে পারে?

৪। অমুসলিম দেশে যে কোন ধর্মের মানুষ প্রকাশ্যে তাদের ধর্ম কর্ম প্রার্থনা করতে পারে। ইসলামের জন্মভুমি সৌদি আরবে সে অধিকার রহিত কেন?

৫। বৃটেন, আমেরিকা, চীন, ভারত সহ পৃথিবীর যে কোন অমুসলিম দেশে মুসলিম মেয়েদের বোরকা পরে চলাফেরা করতে বাধা নেই। কিন্তু ইসলামী শরিয়া শাসিত মুসলিম দেশে অমুসলিম মেয়েদের সাধারন প্যান্টস-সার্ট পরে চলাফেরা করার অধিকার নেই কেন?

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File