১১ বছরের বালিকাকে যৌন হয়রানির দায়ে ব্রিটেনে কোরাণ শিক্ষকের সাজা।
লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১৮ মার্চ, ২০১৪, ১১:৫৬:৪৮ রাত
ইসলামিক স্কুলের ১১ বছরের বালিকাকে যৌন হয়রানির দায়ে সোলাইমান মেকনোয়া মানের ৪০ বছর বয়স্ক এই মাদ্রাসা শিক্ষককে ব্রিটিশ আদালত সাজা দিয়েছে। ব্রিটেনের লেনক্যাশেয়ার পুলিশ জানিয়েছে- ৬ সন্তানের জনক সোলাইমান মেকনোয়া ব্রিটিশ সরকারের সোস্যাল ওয়েলফেয়ার ভোগি একজন কোরাণ শিক্ষক। তার বিরুদ্ধে ৪ কাউন্ট যৌন হয়রানির আভিযোগ প্রমানিত হয়েছে।
বিস্তারিত এখানে দেখুন- Click this link
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্যেকুলার বিচার ব্যবস্থা তাকে সাসপেন্ডেড সেনটেন্স দিল - তথা মাত্র দুই বছর তাকে মনিটরিং এ থাকতে হবে।
ইসলামের সাথে স্যেকুলার এই বিচার তুলনা করলে মনে হয় - স্যেকুলার সিস্টেমে বিচারের নামে আই ওয়াশ করা হল, ভিকটিম ছাত্রীকে ন্যায়বিচার হতে বঞ্চিত করা হল এবং সর্বোপরী অন্যায়কে বিবেচনায় নিয়ে দোষীকে মুক্তি দেওয়া হল।
মন্তব্য করতে লগইন করুন