১১ বছরের বালিকাকে যৌন হয়রানির দায়ে ব্রিটেনে কোরাণ শিক্ষকের সাজা।

লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১৮ মার্চ, ২০১৪, ১১:৫৬:৪৮ রাত



ইসলামিক স্কুলের ১১ বছরের বালিকাকে যৌন হয়রানির দায়ে সোলাইমান মেকনোয়া মানের ৪০ বছর বয়স্ক এই মাদ্রাসা শিক্ষককে ব্রিটিশ আদালত সাজা দিয়েছে। ব্রিটেনের লেনক্যাশেয়ার পুলিশ জানিয়েছে- ৬ সন্তানের জনক সোলাইমান মেকনোয়া ব্রিটিশ সরকারের সোস্যাল ওয়েলফেয়ার ভোগি একজন কোরাণ শিক্ষক। তার বিরুদ্ধে ৪ কাউন্ট যৌন হয়রানির আভিযোগ প্রমানিত হয়েছে।

বিস্তারিত এখানে দেখুন- Click this link

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194499
১৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৪
সাদাচোখে লিখেছেন : ইসলামিক/মুসলিম কোন বিচারক হলে - এই ক্রিমিনালকে নিদেনপক্ষে পাবলিকলী একশত দোর্রা মারার নির্দেশ দিত - কিংবা তার চেয়ে বেশী শাস্তি দিত, কারন সে তা ডিজার্ব করে।

স্যেকুলার বিচার ব্যবস্থা তাকে সাসপেন্ডেড সেনটেন্স দিল - তথা মাত্র দুই বছর তাকে মনিটরিং এ থাকতে হবে।

ইসলামের সাথে স্যেকুলার এই বিচার তুলনা করলে মনে হয় - স্যেকুলার সিস্টেমে বিচারের নামে আই ওয়াশ করা হল, ভিকটিম ছাত্রীকে ন্যায়বিচার হতে বঞ্চিত করা হল এবং সর্বোপরী অন্যায়কে বিবেচনায় নিয়ে দোষীকে মুক্তি দেওয়া হল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File