ভোটের মাধ্যমে ইসলামী শাসন কায়েমের এখনই সময়...............।
লিখেছেন লিখেছেন সত্য বচন ২৬ অক্টোবর, ২০১৩, ০৩:১৬:০৭ রাত
আমরা ইসলামী শাসন চাই, ভোটের মাধ্যমে সেই শাসন কায়েমের এখনই সময়- কারন ইসলাম আল্যার মনোনিত একমাত্র সত্য ধর্ম, মোহাম্মদ সর্বকালের সৎচরিত্রের মহামানব। ইসলামের ভিতর রয়েছে সারা পৃথিবীর বিজ্ঞান, সব সমস্যার সমাধান এবং মরার পর লক্ষ/কোটি বছরের শান্তি আর শান্তি। আমাদের মুমিন ভাইরা যে কারনে মরার অপেক্ষা নাক-চোখ-কান বন্ধ করে দুই দিনের দুনিয়ায় বেঁচে আছেন।
কিন্তু, কি জামানা আইলোরে ভাই!! ৭ বিলিয়ন মানুষের পৃথিবীর কোথাও আজকে ইসলামের শাসন নেই। তারা বলে- মোহাম্মদ নাকি দাসীবাজ লম্পট, আল্যা নাকি ভুয়া। চিন্তা করে দেখুন কত বড় সাহসী মুনাফেক? অবশ্য এর কারন শুধু একটাই- মানুষ কোরান বুঝে পড়ে না। মানুষ অংক বুঝে, বিজ্ঞান বুঝে, সাহিত্য বুঝে, অর্থনীতি বুঝে, সব বুঝে................. কিন্তু আল্যার পাককোরান বুঝে না। অথচ পৃথিবীর সবাই যদি সফি হুজুরের মত কোরান বুঝে পড়তেন তা হলে আজকের পৃথিবী জ্ঞান, বিজ্ঞান, আবিস্কার, উন্নতিতে কতই না এগিয়ে যেত।
বিষয়: বিবিধ
১৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন