প্রজন্ম কানাডার আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী.........................।
লিখেছেন লিখেছেন সত্য বচন ২৩ অক্টোবর, ২০১৩, ১১:২৫:১২ রাত
প্রজন্ম কানাডার আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী
টরন্টোতে প্রজন্ম কানাডার আয়োজনে “চিত্রে বাংলাদেশ-১৯৫২-২০১৩” শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী ড্যানফোর্থস্থ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলা এ প্রদর্শনীতে ৫২ থেকে ৭১ এ ঘটে যাওয়া বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তুরের গণ-অভ্যুত্থান, সত্তুরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ট্রাজেডি, নব্বুইয়ের অভ্যুত্থান ও সর্বশেষ শাহবাগ আন্দোলনসহ জাতীয় ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়া ঘটনাসমূহের আলোকচিত্র, পোস্টার, পোস্টকার্ড ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল এই প্রদর্শনী। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাবলীর ওপর নির্মিত ডকুমেন্টারি ও ভিডিও ক্লিপ দেখানো হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জেনেট ডেভিস বিশেষ অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিবার-পরিজন নিয়ে শত শত প্রবাসী বাংলাদেশি এই প্রদর্শনী উপভোগ করেন। এছাড়া বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, আবৃত্তি ও সঙ্গীত শিল্পীরা প্রদর্শনীর মঞ্চে বিভিন্ন দেশাত্মবোধক পরিবেশনায় অংশ নেন।
প্রদর্শনীর পরিকল্পনা ও গবেষণায় ছিলেন ফারহানা আযিম শিউলি, আরমান রশীদ, রাহাত কবির, হোসনেআরা লিটু, মির্জা ইমতিয়াজ, শরীফ হাসান শিশির, মোঃ জহিরুল ইসলাম জিন্নাহ, হাসান মাহমুদ টিপু, আশরাফ হাসান, সৈয়দ ফারহান শিহাব, তাহমিনা বেগম, সুমু হক ও রকিবুল ইসলাম।
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন