আল্লার মনোনিত সত্য ধর্ম ইসলাম- ঈদের দিনে ইরাক-আফগানিস্তানে বিস্ফোরণ, নিহত ৩২, আহত শতশত।

লিখেছেন লিখেছেন সত্য বচন ১৫ অক্টোবর, ২০১৩, ১১:৫৬:৩৫ রাত



ঈদের দিনে ইরাক-আফগানিস্তানে বিস্ফোরণ,

অনলাইন ডেস্ক, আপডেট: ১৪:০৫, অক্টোবর ১৫, ২০১৩

আফগানিস্তান ও ইরাকে ঈদের দিনে আজ মঙ্গলবার পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় প্রদেশ গভর্নরসহ ৩২ জন নিহত, আহত শতশত।

আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশের গভর্নর আরসালা জামাল একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন। সকালে ঈদুল আজহার নামাজ পড়তে মসজিদে যান আরসালা জামাল। নামাজ শেষে মসজিদের সামনে তিনি শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় আগে থেকে টেবিলের নিচে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটলে জামাল নিহত হন। এতে আহত হন ১৫ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। লোগারের অনেক এলাকা তালেবানদের নিয়ন্ত্রণে। আরসালা জামালের মুখপাত্র মোহাম্মদ দারবেসের বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়। কানাডা থেকে দেশে ফেরা আরসালা জামাল গত এপ্রিলে প্রদেশ গভর্নর হিসেবে নিয়োগ পান।

এদিকে ইরাকের কিরকুক শহরের একটি মসজিদে ঈদের জামাত শেষে মুসল্লিদের শুভেচ্ছা বিনিময়ের সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৮৩ জন।

বিষয়: বিবিধ

১৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File