এটার নাম কি নারী পুরুষের সমঅধিকার!!
লিখেছেন লিখেছেন ঘামা রশ্নি ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫৯:৪৩ দুপুর
আজ বাস এ ওঠলাম দেখি এক বৃদ্ধ লোক গ্যালারি তে জায়গা না পেয়ে মহিলার সিট এ বসেছে তারপর গাড়ি টা স্টার্ট করছে কিছুদুর গিয়ে দেখি একটা মেয়ে ওঠেছে এবং বাস এর কন্টাক্টার ওই বৃদ্ধ লোক টিকে ওই সিট থেকে তুলে ওই মেয়ে কে বসায় দিছে বৃদ্ধ লোক টির দাঁড়িয়ে যাওয়ার শক্তি ছিল না তবু তাকে কষ্ট করে যেতে হয়েছে তার গন্তব্য স্থানে তো ভাবতেছিলাম মেয়েদের আর কিরকম সুবিধা দিলে তাদের অধিকার রক্ষা হবে আমাদের চুচিল রা সম অধিকার খুঁজে যদি সম অধিকার এর পক্ষে এতই যদি টান থাকে তাহলে তারা ছেলেদের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারত তখন বুঝতো ইসলাম এ মেয়েদের স্থান কোথায়।
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন