সত্যি যদি এমন হতো.......... ( গণতন্ত্রের দাবী তো এটাই)
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৭ আগস্ট, ২০১৪, ০৩:১৮:৩১ দুপুর
বাজার করে ফেরার পথে দেখি একদিন হঠাৎ ,
রিকশাওয়ালার গালে সাহেব লাগাচ্ছেন চপেটাঘাত।
রৈ রৈ করে পথচারী সব চারপাশে গেলো জমে,
মঞ্চিত হবে মজার নাটক উৎসাহ তাই চরমে।
---------------------------------------------------
ছলছল চোখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে রিকশাওয়ালা,
দরদর করে ঘামছে সাহেব, কাঁপছে সাথে তার গলা ..……
লেখার অযোগ্য গালাগাল করে বললেন - ধর ! নে…
দশটাকার ভাড়া বারো টাকা তুই চাচ্ছিস ক্যামনে ??!
----------------------------------------------------
"চড় দিয়েছেন দুটি টাকা ঈদের বকশিশ চেয়েছি বলে !
লাগবেনা ঐ ঈনাম আমার চড় ফিরিয়ে নিন গালে ।"
এগিয়ে এসে রিকশাওয়ালা বসিয়ে দিলো এক থাপ্পড় ।
এক চড়েই মাটিতে সাহেব পড়ে কাঁপছেন থর থর।
#####################################
http://www.preacherofislam.wordpress.com
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক চড়েই মাটিতে সাহেব পড়ে কাঁপছেন থর থর।
মন্তব্য করতে লগইন করুন