ভুলোমনা কুকুরের লেজ ও আজকের একটি সংবাদ
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৭ আগস্ট, ২০১৪, ১২:৪৭:৩৮ দুপুর
এতই দূর্বল ! কর্পূরের মত স্মৃতিশক্তি আমাদের,
কিছুদিন পরেই ভুলে যাব পৈশাচিকতা ইহুদীদের।
ভুলে যাবো আমেরিকা ভেটো দিয়েছিলো হেসেই,
ওবামাকে আমন্ত্রণ জানাবো আমাদের এই দেশেই।
*****************
ভুলে যাবো ইউরোপিয়ান ইউনিয়নও চুপ ছিলো,
বিশ্বকাপ এলেই হবো ফ্রান্স জার্মানী, হবো ইতালীও।
ভুলে যাবো জাতিসংঘ ছিলো জারজ ইহুদীদের পোষ্য,
তারপরও শান্তিরক্ষী বাহিনীতে যাবে আমাদের সেনা সদস্য।
****************
ভুলে যাবো ব্রিটেন কথা বলেছে ইসরাঈলের ভাষায়,
তবু আমাদের বানিজ্য চলবে ইংল্যান্ডের সীমানায়।
ভুলে যাবো ভারত নিন্দা জানাতেও ছিলো নাখোশ,
এরপরও ওদের অন্যায় আবদারে হবে নিরুপায় আপোস।
****************
ভুলে যাবো ওরা সবাই পান করেছে আমার ভাইয়ের রক্ত,
কিছুদিন পরেই আবার হয়ে যাবো ওদের পণ্যের ভক্ত।
ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো মজলুমের দীর্ঘশ্বাস,
হাশরেরও বিলীন হয়ে যাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
~~~~~
পুনশ্চ - আজ প্রথম আলো তে দেখলাম খবর এসেছে বাংলাদেশ থেকে ইসরাঈলে পণ্য রপ্তানী হচ্ছে... হায় সেলুকাস ! ওরা কারা রপ্তানীকারক ???
########
WEBSITE- http://www.preacherofislam.wordpress.com
########
FACEBOOK- https://m.facebook.com/profile.php?id=361674527252580
########
TWITTER- https://mobile.twitter.com/preacherofislam
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন