প্রযুক্তির খাঁচা#### .com

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২৫ জুলাই, ২০১৪, ০৪:৪৪:৪৯ বিকাল

প্রযুক্তির মাতাল হাওয়ায় তুমি ভাসছো নিশিদিন,

দুশমনেরা ফাঁদ পেতেছে তোমায় করতে পরাধীন।

ফেসবুকের নীল পর্দা এখন তোমার দু'চোখ জুড়ে,

দৃষ্টি যেনো না পড়ে আর কাশ্মীরের প্রান্তরে।

চিন্তা তোমার বাধলো ওরা মডার্ণ ফ্যাশনে-

দায়িত্ববোধ আর মানবতা আসেনা তাই মনে।

হেডফোনের ছিপি তোমার কান দিয়েছে ঢেকে,

ফিলিস্তিনের কান্না যেনো ঐ কানে না ঢুকে।

সফটওয়ার আর অ্যাপের ধাঁধাঁয় কাটছে যে সময়

হাতের কাছেই আরাকানে আর নজর পড়বে কই?

জিহাদ এখন সন্ত্রাসের প্রতীক, শিখাচ্ছে ইউটিউব।

তাই আফগানের প্রতি ঘৃণা এখন উতলে উঠে খুব।

চন্দ্রজয়ী মার্কিনীরা ঘটায় প্রযুক্তির উন্মেষ…

ইরাকে তাই হামলা করে ওরা বেশ করেছে বেশ।

গনতন্ত্রের ঠিকাদার শুধু যেনো পশ্চিমা জগত।

বাকি সব তন্ত্র-যন্ত্র-মন্ত্র করতে হবে বধ।

রাত কেটে যায় ফোনে কিম্বা টুইট পোষ্ট আর চ্যাটে,

পথশিশুদের জন্যে শুধু শুধু কে মরবে খেটে ??!

হোম থিয়েটার করতে হবে, ঘরে বৃদ্ধ মা-বাপ…

বৃদ্ধাশ্রমের টিকিট দিয়ে ছাড়লে তুমি হাঁপ।

ঘুম পাড়ানি টেকনোলজী ঘুম নিয়েছে কেড়ে,

তাই বাস্তবতার জগৎ থেকে তুমি অনেক দূরে।

মস্তিষ্ক আজ ভাসছে তোমার প্রযুক্তির নীল বিষে

কে বাঁচলো মরলো তাতে তোমার কিইবা যায় আসে।

গুগল চশমা চোখে কি আর রক্ত যায়রে চেনা?

রোবট মনে মানবতা যায়না তো হায় বোনা…!

দায়িত্ব বলতে মাঝে মধ্যে লাইক পোষ্ট আর শেয়ার।

এর বাইরে দেবার মতো সময় যে নাই তোমার.…!

WEBSITE- http://www.preacherofislam.wordpress.com

FACEBOOK- https://m.facebook.com/profile.php?id=361674527252580

TWITTER- https://mobile.twitter.com/preacherofislam

বিষয়: আন্তর্জাতিক

১১৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248072
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
248092
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৩
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File