বিদায় নিচ্ছে রমজান
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২৪ জুলাই, ২০১৪, ০৮:২৮:০০ রাত
এসে আবার যাচ্ছে চলে রমজান মাস প্রায়
পাপমোচনের এই যে সুযোগ আর কবে হয় বলা দায়।
পবিত্রতার ভেলায় চড়ে রহমত,নাজাত,মাগফিরাত,
যাচ্ছে চলে, এসো তবে লুফে নিতে বাড়াই হাত।
সাহরি-ইফতার-তারাবী রঙে রঞ্জিত হোক এ ভুবন
দুস্থজনের দুঃখে ভাসুক ধনী-গরীব সকলজন।
রবের নিকট কস্তুরি তুল্য রোজাদারের মুখের ফেন
যাকাত-ফিতরার মওসুম এলো ধনবানের ভাঙ্গুক ধ্যান।
ত্রিশ মুক্তার মধ্যিখানে সুপ্ত আছে ‘ক্বদর’ ক্ষণ
খুঁজে নাও তার বরকতময় অবিনশ্বর অমূল্য ধন।
সম্প্রীতি আর সংযমের বানে জমে উঠুক রমাজান
মাস ফুরোলেই ঈদের খুশি মাতিয়ে রাখবে সকল প্রাণ।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লেখা...জাযাকাল্লাহ খাইর!
মন্তব্য করতে লগইন করুন