আসল ব্যাপার (real fact)
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২২ জুলাই, ২০১৪, ০২:২৬:৫২ রাত
আসলে আমাদের রক্তে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে; মারাত্মক এক বিষ, সানাইডের চেয়েও
মারাত্মক! টগবগে রক্ত শীতলকারী গরল, যে বিষের জীবাণু সমস্ত শরীর অকেজো করার পর অবশ করে ফেলেছে মস্তিস্ক।
* প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আমাদের চক্ষু প্রশান্ত হয়, অথচ তার সৃষ্টিকর্তার কথা মনেই আসেনা।
* আমরা মেডিটেশন করে মনের অবসাদ দূর করি, কিন্তু নামাজে দাড়ালেই শুরু হয় ছটফট।
* আমরা মানবহিতৈষী কাজে প্রচুর অর্থ খরচ করি, তহবিল গঠন করি, আর যাকাতের কথা উঠলেই আমাদের একাউন্ট খালি হয়ে পড়ে।
* আমরা ডাইবেটিসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে উপবাস পদ্ধতি (diet control) গ্রহন করি, তথাপি রমজান আসলে আমরা বিমুখ হয়ে যায় “সওম” থেকে।
* পিকনিক-হানিমুন-সামার ট্যুর করতে আমরা মাইলকে মাইল পাড়ি দিতে কুন্ঠাবোধ করিনা, যখন হজের কথা উঠে আমাদের অর্থ-সংকট দেখা দেয়।
* আমরা সুদ খাই মনব-কল্যাণে,সুদের অর্থনীতি দিয়ে “নোবেল প্রাইজ” জিতে নিই, অর্থনৈতিক মন্দা থেকে বাচাতে ইসলাম তা নিষেধ করলেই হয়ে যায় সেকেলে।
* সামান্য টাকার জন্য আমরা রক্ত ঝরায়, প্রান বিসর্জন দিই, অথচ সেই রক্ত আমরা পবিত্র কাজে মানবতাকে উদ্ধারের কাজে ব্যয় করতে অনিচ্ছুক।
আমরা নিজ ভাইয়ের রক্তে স্নান করি। মা-বোনদের আর্ত-চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গেনা। ভাই-বোনদের পচা মাংসের দুর্গন্ধ আমাদের নাকে পৌছে না।
আমরা প্রানভরে নিঃশ্বাস নিই। ভাইয়ের মৃতদেহ পা মাড়িয়ে হাটি। মা-বোনদের হাহাকারের সময় ঘুমের ভান করে পড়ে থাকি। এসবে আমাদের রক্ত একটুও উষ্ণ হয়না। উলটো হিম হয়ে আসে... বরফ শীতল হিম !
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিনে দিনে ময়ূরের পেখম লাগানো কাক বানিয়ে দিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন