মুচকি হাসেন খোদা
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২১ জুলাই, ২০১৪, ০২:১৩:৪৮ দুপুর
ওরা বলে, "নামায পড়ছি না তো কি হয়েছে? ছাই!
তারচে কত জরুরী কাজ যে রয়েছে বাকি…
মানবসেবা, দেশসেবা, সমাজসেবায় নির্দ্বিধায়
Time দিয়ে যাচ্চি, এ কি কম কথা নাকি ....
স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিচ্ছি দেশজুড়ে
ক্ষুদ্র ঋণ পৌছে দিচ্ছি প্রতিটি ঘরে ঘরে,
ডিজিটাল নেটওয়ার্ক পৌছাব হাতে হাতে;
দারিদ্রতা কি দূর হয় সেকেলে যাকাতে?"
আরো বলে-"শিল্পের মজাই তো নগ্নতার ভাঁজে,
সাহিত্য মানেই তো নারীদেহ ব্যবচ্ছেদ…!
পর্দার সেকেলে প্রথায় কি চিড়ে ভিজে?
অশ্লীলতাই সংস্কৃতির এ-গ্রেড।"
******************************************
বিশ্ববিধাতা শুনেন আর মুচকি হাসেন..…
নরকে পুরবার জন্যও তো কিছু কীট চাই, নাকি?
এসব কীটের কান্ড কারখানা দেখেন
যাদের জীবন ষোলআনাই ফাকি............
http://www.preacherofislam.wordpress.com
https://m.facebook.com/preacherof.islam.5?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fhome.php&refid=7
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিয়ামতের ময়দানে আল্লাহই তাদেরকে খোলাসা করে দেবেন যা তারা করতো ।
মন্তব্য করতে লগইন করুন