আকাশ-ইতিহাস ( a short focus on world islamic history in poem)

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ২০ জুলাই, ২০১৪, ০৩:৪৫:১২ রাত

রাতে, তারার মানচিত্রে আমি দৃশ্যকল্প তৈরী করি,

নবজাতক চাদটি যদি হয় নূহের সেই বিশাল তরী

শুকতারাটি কি ডুবন্ত নূহ্পুত্র কেনান?  কে জানে…

হয়্তো অন্তিম মূহুর্তে সে হাত বাড়িয়েছে পিতার পাণে।

সপ্তর্ষিমন্ডল কি খুব গোপন আলোচনায় ব্যস্ত-

আসহাবে কাহাফের সেই সাত যুবকের মত,

নাকি সুষুপ্ত নিদ্রায় তারা আচ্ছন্ন-

লুদ্ধকটাকে তাদের 'কিতমীর' মনে হচ্ছে কেন?

হঠাৎ কেনো এতো উল্কার ছুটোছুটি…

ও কি 'বদর'?  নাকি উহুদ প্রান্তর?

বজ্র নিনাদে চারিদিক কাতর…

কুয়াশার ধূলায় ঢেকে যাচ্ছে খন্দকের মাটি।

গোটা ছায়াপথ এখন সাহাবীদের কাফেলা

চন্দ্র-মক্কা ওঁদের নয়া মানযিল…

আজ কাবা অভিমুখে নতুন মিছিল

সাফল্যের পথে হবে নব পথচলা।

সমস্ত আকাশটা কি আজ কাবার গিলাফ?

নক্ষত্র সাঁজায় তাতে পবিত্র কালমা। আর

পূর্ণিমা চাঁদটা যেন সেই কা'বার দুয়ার।

ধ্রুবতারা আমি করছি প্রভূর তাওয়াফ।

http://www.preacherofislam.wordpress.com

https://m.facebook.com/profile.php?id=361674527252580

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File