***মার্সি পিটিশন দেখবে? ধৈর্য ধরো***

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৩ নভেম্বর, ২০১৫, ১১:৫৬:৫৯ সকাল



গোপন সূত্রে প্রাপ্ত খবরঃ-

শহীদ সালাহউদ্দীন কাদের চৌধুরী ও শহীদ আলী আহসান মুজাহিদের মার্সি পিটিশন জনগণকে দেখাতে তাদের হাতের লেখার অনুকরণে ইংরেজী (সালাহউদ্দীন কাদের) ও বাংলায় (মুজাহিদের) তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের অবিকল নকল স্বাক্ষর ও যথাযথ কতৃপক্ষের সিল-চপ্পর মারা শেষে এই পিটিশন জনসম্মুখে প্রকাশ করা হবে।

এজন্যই হয়ত বাংলার সিংহ সালাহউদ্দীন কাদের চৌধুরী বলেছেন, "আমি তো এখন নাই। আওয়ামী লীগ কত কাগজ বের করবে। আমাকে জীবনে কখনো হারাতে না পেরে আমার জান নিয়ে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ।”

বিষয়: রাজনীতি

১৫৮০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350994
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৭
নকীব কম্পিউটার লিখেছেন : 6 বারের এমপি।
350998
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : উনারা ইতোমধ্যেই শহীদ টাইটেল পেয়ে গেছেন !!!!
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
291412
আনিসুর রহমান লিখেছেন : আল্লাহ্‌() সবাইকে সব তৌফিক দেয় না। এই জীবনে আনেক ব্যাক্তিকেই সহীদ হওয়ার জন্য দোয়া করতে দেখেছি কিন্তু ফলাফল শূন্য।
২৪ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৭
291472
হতভাগা লিখেছেন : নিরীহ মুসলমান ভাইদেরকে মেরেও উনারা শহীদ !!!
351000
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৬
স্ফুলিঙ্গ লিখেছেন : আমি যতটুকু জানি,,,,,,,,মার্সি পিটিশন আইনজীবির মাধ্যমে পাঠাতে হয়।
351049
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
আফরা লিখেছেন : ধন্যবাদ ।
351058
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
আনিসুর রহমান লিখেছেন : গায়েবী ক্ষমা প্রার্থনার জন্য গায়েবী ডকুমেন্ট আসবে এতে অবাক হওয়ার কিছু নেই। গায়েবী ডকুমেন্ট হওয়ায় সময় একটু বেশী লাগছে, এই আর কী!
351087
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৩
প্রেসিডেন্ট লিখেছেন : জালিমরা তাদের জুলুম এর পরিণতি একদিন ভোগ করবেই। আখিরাতের অনন্ত শাস্তিতো পাওনা রইলোই। তারা হাজার ডকুমেন্ট তৈরি করলেও মানুষ জানে, বীরেরা কখনো মাথানত করে না।
351116
২৪ নভেম্বর ২০১৫ রাত ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল মত নকল ও করতে জানেনা!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File