একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৪ জুন, ২০১৪, ১০:৪১:৫৭ সকাল
পদের নামঃ বউ
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে HSC
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি থেকে ৫ ফিট ৪ ইঞ্চি।
ওজনঃ সর্ব্বোচ্চ পঞ্চাশ কেজি।
রঙঃ উজ্জল শ্যাম হলে ভাল হয়। তয় হলুদ হইলেও সমস্যা নাই।
পাত্রীকে অবশ্যই সাহিত্য মনস্ক ও ভাল মনের অধিকারী হতে হবে।
বয়সঃ ১৬ থেকে ১৮।
পদের সংখ্যাঃ আপাতত একটি।
বেতনঃ আলোচনা সাপেক্ষে। তবে থাকা ও খাওয়া ফ্রি।
দায়িত্বঃ তিন বেলা রান্না করা, ঘর গুছানো, তিন বছর পরে সন্তান দেখা শোনা করা, সাত বছর পর সন্তানকে স্কুলে আনা নেওয়া ইত্যাদি।
অভিজ্ঞাতাঃ এইটা থাকলে আর আবেদন করার দরকার নাই।
বিঃ দ্রঃ কোন প্রকার যৌতূকের লেনদেন প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
Moynul Islam Chowdhury-এর ফেসবুক আইডি হতে সংগ্রহীত
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিজ্ঞতাঃ এইটা থাকলে আর আবেদন করার দরকার নাই।
একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
পদের নামঃ স্ত্রী
শিক্ষাগত যোগ্যতাঃ দীনদার (শিক্ষকতা যোগ্যতা শীথিলযোগ্য/বিবেচনা যোগ্য)
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা কোন বিষয়না আপাদমস্তক মানুষ হতে হবে।
ওজনঃ ব্যাপারনা
রঙঃ গায়ের রং যাই হোক মনের রং সাদা হওয়া চাই।
পাত্রীকে অবশ্যই সাদা মনের মানুষ হতে হবে।
বয়সঃ পাত্র থেকে পাঁচ বছরের ছোট হলেই হবে।
পদের সংখ্যাঃ একটাই
বেতনঃ ভালবাসা,দায়িত্ববোধ (থাকা-খাওয়া-অর্থ),সামাজিক মর্যদা,সম্মান।
দায়িত্বঃ স্বামীর সংসার দেখা।
অভিজ্ঞাতাঃ অভিজ্ঞতা নিষ্প্রয়োজন।
বিঃ দ্রঃ যৌতুক (মোহরানা) দেওয়া হবে নেওয়া নয়।
ধরা খাইলে মজা বঝবেন।
(অবশ্য বিয়ে ছাড়া যা খুশি করতে পারেন তাতে আইনের কিছু আসে যাবে না!!)
.. ধন্যবাদ
পরে এমন এক বিজ্ঞপ্তি টানাবো, কেদে ফেলবেন নে!
মন্তব্য করতে লগইন করুন