কাকের বাসায় কোকিল ডিম পাড়ে কেন?

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৫ মে, ২০১৪, ০৪:৩৫:২৮ বিকাল

পাখি ডিম পাড়ার সময় হলেই দেখা যায়, সে খড়কুড়ো নিয়ে নিজের বাসা তৈরি করে। পাখির স্বভাবই এমন। তাহলে কোকিল কেন নিজের বাসায় ডিম না পেড়ে অন্যের বাসায় ডিম পাড়তে যায়?

অন্য পাখিদের মত কোকিলের বাসা বাঁধবার কোন রকমের প্রবনতা দেখা যায় না। ডিমে তা দেওয়া বা ডিম ফুটে বাচ্চা বের হলে খাবার জোগাড় করে আনা,এ তো মায়ের কাজ। কিন্তু মেয়ে কোকিলের এমন কাজে আগ্রহ নেই। সব জীবেরই যে নানান রকম প্রবনতা দেখা যায় তা শরীরে তৈরি হওয়া বিভিন্ন হরমোনের প্রভাবেই ঘটে থাকে। এর মধ্যে আছে পাখিদের ডিমে তা দেওয়া এবং ছানাকে খাওয়ানোর মত ঘটনা। পাখিদের এসব ব্যাপারের মুলে রয়েছে প্রোলাকটিন নামক হরমন। পাখির মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকেই প্রোলাকটিনের ক্ষরণ ঘটে। কিন্তু মেয়ে কোকিলের প্রোলাকটিন ক্ষরণ হয় না। তাই তার ভেতর মাতৃত্ব জাগে না। কিন্তু মাতৃত্ব না জাগলেও সে ডিম পাড়ে এবং সে ডিম ফুটে বাচ্চা হওয়া দরকার। তাই মেয়ে কোকিল ডিম পাড়ার আগে দেখে নেয় কোন কাকের বাসায় সদ্য ডিম পাড়া হয়েছে। পরে সে অবস্থা বুঝে কাকের বাসায় ডিম পাড়ে।

আপনারা কিন্তু এটা মনে করবেন না যে টাকা পয়সার অভাবে বাসা তৈরি করতে না পারায়- কোকিল কাকের বাসায় ডিম পাড়ে।

বিষয়: বিবিধ

৩৭৫৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217732
০৫ মে ২০১৪ বিকাল ০৫:১৭
ছিঁচকে চোর লিখেছেন : শালা কোকিল আসলেই আলসে গদাই। এই কারণেই তাদের উন্নতি নেই।
০৫ মে ২০১৪ বিকাল ০৫:২৩
165911
বুসিফেলাস লিখেছেন : হাচা কইছেন চর ভাই আপনার মত তেল মেখে পরিশ্রম করলেও তো পারেTongue
217733
০৫ মে ২০১৪ বিকাল ০৫:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো তথ্য দিলেন ভাই। আগে জানতাম না।
০৫ মে ২০১৪ বিকাল ০৫:২৩
165912
বুসিফেলাস লিখেছেন : ধন্যবাদ ভাই Angel
217777
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
অনেক পথ বাকি লিখেছেন : ভালো তথ্য দিলেন ভাই। অনেক ধন্যবাদ ।
০৪ জুন ২০১৪ দুপুর ১২:২১
177106
বুসিফেলাস লিখেছেন : Love Struck Love Struck Love Struck
218055
০৬ মে ২০১৪ দুপুর ০১:০১
egypt12 লিখেছেন : Rose Rose Rose উপকারী পোষ্ট
০৪ জুন ২০১৪ দুপুর ১২:২২
177108
বুসিফেলাস লিখেছেন : ধন্যবাদ...Love Struck
219431
০৯ মে ২০১৪ দুপুর ০৩:০৯
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ভালো তথ্য জানলাম ।
০৪ জুন ২০১৪ দুপুর ১২:২২
177109
বুসিফেলাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম Love Struck Love Struck Love Struck
230472
০৪ জুন ২০১৪ দুপুর ০১:৩১
মোহাম্মদ রিগান লিখেছেন : সুন্দর
০৫ জুন ২০১৪ সকাল ১০:২১
177598
বুসিফেলাস লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
230848
০৫ জুন ২০১৪ সকাল ১০:৫৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভালো লাগলো নতুন করে জানলাম। অনেক আগে স্কুলের কোন এক চ্যাপ্টারে পড়ছিলাম। ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
210839
বুসিফেলাস লিখেছেন : Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File