***বিষধর ওষুধ*** (ছবি ব্লগ)-১

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৪ মে, ২০১৪, ১০:২৮:৩১ রাত

বিষ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের প্রাণনাশক হতে পারে৷ কিন্তু কথায় বলে বিষে বিষ ক্ষয়৷ তাইতো সাপ, বিছা কিংবা মাকড়সার মত বিষধর প্রাণীর বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়৷



বিষ থেকে হৃদরোগের ওষুধঃ-

অস্ট্রেলিয়ার এই সাপটি সবচেয়ে বিষধর সাপ বলে ধারণা করা হয়৷ অথচ এই সাপের বিষ হৃদরোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়৷



বিছা বেশ কাজেরঃ-

কাকড়া বিছার বিষ ভয়াবহ এবং এই বিষে মানুষের মৃত্যু হতে পারে৷ কিন্তু এর বিষ ব্যথা কমানোর ওষুধে এবং হৃদরোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়৷



মাকড়সা থেকে ওষুধঃ-

এই বিষধর মাকড়সার দেখা মেলে চিলিতে৷ আর হৃদরোগ উপশমে ব্যবহার করা হয় এটিকে৷ বিশেষজ্ঞদের ধারণা এটির বিষ বন্ধ্যাত্ব দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷



বাতের ব্যথা সারায় মৌমাছির হুলঃ-

বাতের ব্যথা কমাতে ‘মৌমাছির হুল’ চিকিৎসা করা হয়৷ দেহের যে স্থানে ব্যথা থাকে সেখানে হুল ফোটানো হয়৷ চিকিৎসার এই ধরন প্রায় তিন হাজার বছরের পুরানো৷

উৎসঃ- http://www.dw.de

বিষয়: বিবিধ

২১৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217508
০৪ মে ২০১৪ রাত ১০:৫৩
ফেরারী মন লিখেছেন : শিক্ষণীয় পোষ্ট কাজে লাগবে।
০৪ মে ২০১৪ রাত ১০:৫৬
165678
বুসিফেলাস লিখেছেন : আপা কি ফার্মাসির ছাত্রী :Thinking
217530
০৪ মে ২০১৪ রাত ১১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিষে বিষক্ষয়!
০৫ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
165895
বুসিফেলাস লিখেছেন : ঠিক ধরেছেনAngel
217539
০৫ মে ২০১৪ রাত ১২:০৯
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো পোস্টটি। Rose Rose
০৫ মে ২০১৪ বিকাল ০৪:৩৪
165896
বুসিফেলাস লিখেছেন : ধন্যবাদ Love Struck
217605
০৫ মে ২০১৪ সকাল ০৮:৪৪
egypt12 লিখেছেন : জেনে ভালো লাগলো Rose Rose
০৫ মে ২০১৪ বিকাল ০৪:৩৪
165897
বুসিফেলাস লিখেছেন : =Happy =Happy =Happy
218534
০৭ মে ২০১৪ দুপুর ০২:৪৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাইলে এসব বিষধর প্রাণীগুলারে পকেটে পকেটে রাখন দরকার। কখন না জানি হৃদ রোগে আক্রান্ত হয়ে যায়। এসব প্রাণীগুলারে সাথে রাখলে হেতারা নিশ্চয়ই দাওয়াই দিয়া সুস্থ্য করে তুলবে।
০৪ জুন ২০১৪ দুপুর ১২:২৩
177110
বুসিফেলাস লিখেছেন : পকেটে রাখলে মৃত্যু অবধারিত Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File