***ডেসটিনি ওরফে নাস্তিক জেনারেল হারুনের বলদা কাহিনি***
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৮ অক্টোবর, ২০১৩, ১০:১৪:৫১ সকাল
সেক্টর কমান্ডার্স ফোরামের জেনারেল হারুন (নাস্তিক) একবার হাত-পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হাসপাতালে শুয়ে আছে।
তার বন্ধু তাকে দেখতে এসে এই দুর্ঘটনা কিভাবে ঘটল তা জিজ্ঞেস করল।
হারুন বলল, সে একটি কুয়ায় পড়ে গিয়েছিল এবং সেখানে তাকে দুই সপ্তাহ থাকতে হয়েছে।
বন্ধু জিজ্ঞেস করল দুই সপ্তাহ পর্যন্ত কেউ তোর খবর পায়নি?
হারুন বলল, প্রথম দিন ই পেয়েছে। তখন বন্ধু বলল, তাহলে তারা তোকে বের করল না কেন?
হারুন বলল,"প্রথমদিন এক জুনিয়র আমার ডাক শুনে কুয়ার ভিতর দড়ি ফেলায়। তো আমি সেই দড়ি ধরে প্রায় উপরে উঠে গেছি। তখন আমার জুনিয়র ভালভাবে আমার চেহারা দেখতে পায়। এবং আমাকে দেখেই সে দড়ি ছেড়ে সাল্যুট দেয়। আর আমি আবার কুয়ার ভিতর। তখন আমার ডান পা ভাঙল। এমন করে সাত দিন গেল। প্রতিদিন ই একজন করে জুনিয়র আসল। একদিন বাম পা, একদিন ডান হাত এভাবে হাত-পা সব ভাঙল।
এরপর অষ্টম দিন আসল আমার একজন
সিনিয়র।"
বন্ধুটি বলল, তারপর।
অফিসার বলল,"আমি দড়ি বেয়ে উঠতে উঠতে যখন বুঝলাম উনি আমার সিনিয়র, আমি সাথে সাথে দড়ি ছেড়ে উনাকে সেলুট দিলাম। এভাবে আবার এক সপ্তাহ...
দেখুন তাহলে শাহবাগীরা কেমন বলদ!!!
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন