বাংলাদেশের আর্তি আল্লাহর দরবারে...
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৬ অক্টোবর, ২০১৩, ০১:১০:৫৩ দুপুর
হে আল্লাহ্ আমাকে একটা যোগ্য সন্তান দাও যে সমগ্র জাতিকে এক করতে সক্ষম। আমি আমার বিভক্তি চাইনা। আজ আমার সন্তানেরা বহুধা বিভক্ত এমন হলে অচিরেই আমি আমার আমিত্ব হারাব। আমার মাটির গন্ধ যাদের গায়ে লেগে আছে তাদের আমি রক্তাক্ত হতে দেখতে পারিনা। যেমন আজ রক্তাক্ত ইরাক, আফগান, ফিলিস্তিন, কাশ্মির, চেসনিয়া, জিয়ানজিয়াং, সহ আরও অসংখ্য প্রান্তর।
.
আমার অবুঝ সন্তান যারা পাশের ঘরের কথায় নিজ ঘরে আগুন লাগাতে ব্যস্ত তাদের তুমি বুঝ দাও আল্লাহ্। নয়ত আমাকে ওসব কুলাংগার মুক্ত কর; যারা রক্তাক্ত প্রান্তর গুলো এবং পলাশী থেকে শিক্ষা নেয়নি । আল্লাহ্ তুমি চেন আমার সন্তানদের মধ্য থেকে কারা যোগ্য, আমাকে উন্নতির সোপানে তুলতে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম।
.
আল্লাহ্ তুমি আমার সন্তানদের মধ্য থেকে তেমন কাউকে নেতৃত্বের আসনে বসাও যার মধ্যে আছে গাজী সালাহউদ্দিন, বাবর অথবা আওরঙ্গজেবের চেতনা। অথবা আমাকে আর একটা জিয়াউর রহমান দাও, যে কখনো ভয় করেনি আঞ্চলিক মোডলদের।
.
আল্লাহ্ আমি জানি আমার সন্তানরা কখনো ভীত হয়না জীবন বাজি রাখতে, আমি জানি আমার সন্তানরা বিশ্বের যে কোন শক্তির বুকে কাঁপন ধরাতে সক্ষম। আমার সন্তানদের সাহসিকতার জন্যই ব্রিটিশরা আমাকে হারিকেন জনপদ বলত।
.
হে পরওয়ারদিগার তুমি সাহায্য কর আমার সন্তানদের মরন ঘুম যেন ভাঙ্গে। তারা আজ আমার সন্তানদের বিভক্ত করার জায়নবাদী, মার্কিন, এবং ব্রাহ্মণ্যবাদী পরিকল্পনার শিকার তারা তা বুঝছে না। একদিন তাদের যেন ঘুম ভেঙ্গে না দেখতে হয় তাদের প্রিয় ভূমি তাদের জন্য কারাগার হয়েছে।
.
হে আল্লাহ্ তুমি জান আমার সন্তানদের মাঝে কারা এসব বহিঃ ষড়যন্ত্র মোকাবেলায় সক্ষম, তুমি তাদের স্ব-মহিমায় উত্থানে সাহায্য কর। আমি চাইনা আমার অযোগ্য সন্তানরা আমাকে ব্রাহ্মণ্যবাদের জিঞ্জির পড়াক। আমি প্রয়োজনে আমার কুলাঙ্গার সন্তানদের বিসর্জন দিতে প্রস্তুত, তবুও আমি চাইনা আমার সন্তানদের মাঝে যারা তোমাতে বিশ্বাস রাখে এবং আমিত্বের মূল্যায়ন করে তারা কষ্ট পাক।
.
আল্লাহ্ তুমি আমার সন্তানদের মধ্যে একজন আহমাদিনেজাদ, এরদোগান, হাসান নাসরাল্লাহ, অথবা একজন রাজা-পাকসের ঘুম ভাঙ্গাও। তবে আমার সন্তানদের কেউ ঘুম পাড়ানি গান শুনিয়ে মরন ঘুমের রাজ্যে নিয়ে যেতে পারবেনা। আমার সন্তানদের উপর আমার আস্থা আছে, কারন তারা আর কখনো ১৯০ বছরের পরাধীনতার শিকলের মত মরন জিঙ্গির পডতে চাইবেনা। আমার নৌকার দাড় আজ ভুল সন্তানের হাতে, আমি বিশ্বাস করি আমার পাঞ্জেরি আর বেশিদিন ঘুমিয়ে কাটাবেনা শীঘ্রই তার ঘুম ভাঙবে, আবার নবান্নের উৎসবে আমার সন্তানদের জাহাজ অতীতের মত সমৃদ্ধি পানে এগিয়ে যাবে।
.
আমীন।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন