***বাংলাদেশ পুলিশ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল ভাইদের প্রতি আহবান** (সবাইকে শেয়ার করার জন্য আহবান জানাচ্ছি)
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৪ অক্টোবর, ২০১৩, ০২:০৩:২১ দুপুর
প্রিয় পুলিশ বন্ধুরা,
(#)পুলিশ জনগনের বন্ধু, জনগনের জানমালের নিরাপত্তা বিধান এবং জনগনের দ্বারা নির্বাচিত সরকারের অনুগত সংস্থাঃ
***
ক) পুলিশ কখনো জনগণের শত্রু হিসেবে জনগনের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারেনা।
***
খ) অবৈধ মেয়াদহীন সরকারের একান্ত অনুগত থাকতে বাধ্য নয়।
***
গ) জনগনের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবীর বিপরীতে দাঁড়াতে পারেনা।
***
ঘ) কোন ব্যক্তির একান্ত ব্যক্তিগত স্বার্থে পুলিশ জনগন হত্যার আদেশ মানতে বাধ্য নয়।
***
ঙ) এই দেশের জনগন আমাদেরই ভাই আমাদেরই কারো না কারো আপনজন তাই আপনকে গুলি করার আদেশ পুলিশ মানতে বাধ্য নয়।
***
চ)একদলীয় স্বার্থ আদায়ে জনগনের প্রতি পুলিশ গুলি করতে পারে না।
***
ছ) নিরেপক্ষ সরকার পদ্ধতি ছাড়া সুষ্ঠু নিরবাচন এবং জনগনের ভোটাধিকার থাকবেনা, তাই জনদাবীর প্রতি সম্মান রেখে...
২৪ অক্টোবরের পর থেকে সম্পূর্ণ নিরেপক্ষভাবে দায়িত্ব পালন করুন।
***
জনগণকে জানাই সঠিক সময়ে আপনারা বাংলাদেশ পুলিশ কল্যাণ সোসাইটির পদক্ষেপ দেখতে পাবেন; সুতারাং আস্থা রাখুন পুলিশের মাঝেও দেশ প্রেম আছে লোভ-লালসার কাছে সবাই সততা বিলিয়ে দেয়নি
***
নিবেদক
বাংলাদেশ পুলিশ কল্যাণ সোসাইটি
ঢাকা, বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন