***আমি সালাহ উদ্দিন ভক্ত ও আমার কিছু কথা***

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৩ অক্টোবর, ২০১৩, ০৯:১১:৩০ সকাল

সালাহ উদ্দিন কাদের চৌধুরী কোন আঞ্চলিক নেতা নন তিনি জাতীয় নেতা...তার মৃত্যুদণ্ডের রায়ের পর তার জন্য সারা দেশে হরতাল না দিয়ে বিএনপি শুধু চট্টগ্রামে হরতাল দিয়েছে। (আজকে আবার নিষ্কর্মা বিক্ষোভ)

এর মাধ্যমে বিএনপি নিজেদের স্থায়ী কমিটির সদস্যের মান যেমন ক্ষুণ্ণ করেছে তেমনি নিজেদের দুর্বলতার প্রমান দিয়েছে।

মনে রাখবেন সালাহ উদ্দিন কাদের চৌধুরী বাংলার গন মানুষের নেতা যাকে মানুষ নিজ নামে চেনে...

জিয়ার নাম ব্যতিত খালেদার দাম নেই...

মুজিবের নাম ব্যাতিত হাসিনার দাম নেই...

কিন্তু সালাহ উদ্দিন কাদের চৌধুরী যদি এই দেশের যেকোন প্রান্তে গিয়ে বলে আমি সালাহ উদ্দিন কাদের চৌধুরী বলছি... তখনি মানুষের ঢল নামবে।

কারন তিনি সাহসী একজন নেতা ও দুর্নীতি মুক্ত সাদা মনের মানুষ। তাই তিনি যাই বলেন স্পষ্ট ভাবেই বলেন।

তার মত মহান নেতাকে বিএনপির চুতিয়াবাজ নেতারা যে আঞ্চলিক নেতা বানানোর ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের নিন্দা জানাই। পরিশেষে বলতে চাই তিনি ইসলামপন্থী নেতা হবার কারনেই বিএনপির রামপন্থি নেতাদের ষড়যন্ত্রের শিকার তিনি এটাই আমার ব্যক্তিগত অভিমত।

আমার পক্ষ থেকে ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সকল সমর্থকের পক্ষ থেকে বিএনপি হাই কমান্ডের প্রতি একরাশ থুথু দিলাম।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File