বাংলাদেশের ভবিষ্যত কি?

লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ১২ এপ্রিল, ২০১৪, ০৮:৪৮:১৭ সকাল

বাংলাদেশের ভবিষ্যত কি?

বেশীরভাগ মানুষের মনে এখন এই প্রশ্ন।

আওয়ামিলীগের একের পর এক দেশবিরোধী কার্যকলাপে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত।

এই পর্যন্ত তারা তাদের পরিকল্পনামতো যা করতে চাইছে সব ই সফলভাবে সমাপ্ত করে চলেছে।

আল্লাহ না করুন

এইভাবে যদি হাসিনা ভারতের প্রেসক্রিপশন মতো সবকিছুতেই সফল হয় তাহলেই অচিরেই এই দেশ ভারতের কলোনি হচ্ছে এতে কোন সন্দেহ নাই।

এই অবস্থায় কে শুনাবে আশার বানী?

কে ঘটাবে আশার প্রতিফলন?

বিএনপি কার্যত সংবাদ সম্মেলনের দল এখন।

সংবাদ সম্মেলন করে তর্জন গর্জন ছাড়া আর কিছুই তারা করতে পারছে না,

কিছু করার ক্ষমতা ও রাখে না।

ক্ষমতায় থাকতে সুবিধাভোগীদের সুযোগ দেয়া

ত্যাগী ও দলের জন্য অন্তঃপ্রান কর্মীদের মুল্যায়ন না করায়

এখন প্রয়োজনের সময় কাউকে মাঠে পাচ্ছে না।

এর জন্য আন্দোলনের কর্মসুচী ঘোষনা করলে ও সফলতা পাওয়া যায় না।

এর থেকে উত্তরনের জন্য বিএনপিকে কার্যকরি পদক্ষেপ গ্রহন করতে হবে,

নচেৎ জাতীয় পার্টির মতো ধুঁকে ধুঁকে শেষ হয়ে যেতে হবে।

হেফাজত বাংলাদেশের মুসলমানদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে পারলে ও আন্দোলনে সফল হতে পারেনি।

৫ই মে যে ক্ষয়ক্ষতি হয়েছে হেফাজতের তা তাদেরকে পিছনে হাটতে বাধ্য করাচ্ছে।

এর বিশদ বর্ননা করলে হেফাজত বিরোধী আখ্যা পাবো,

তাই ঐদিকে আর যাচ্ছি না।

হেফাজত কেন পিছু হটেছে আরো কিছুদিন অপেক্ষা করেন উত্তর পাবেন।

জামায়াত আন্দোলন সংগ্রামের উপযুক্ত কর্মীবাহিনী থাকা সত্বে ও চুড়ান্ত বিজয় এখন আনতে পারবে না।

তার প্রধান কারন আমাদের ভৌগলিক অবস্থান।

ভারত কোনভাবেই এই দেশে ইসলামী সরকার মেনে নিবে না।

একটা দেশ চালাতে যা যা দরকার জামায়াত তা এখনো অর্জন করতে পারেনি।

এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যত কি??

বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের মজলুম জনতা,

বিএনপি কি পারবে কিছু করতে?

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206323
১২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
206325
১২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশের জনগনের উচিত ভারত সরকারের কাছে আবেদন করা তারা যেন বাংলাদেশকে তাদের একটা প্রদেশ হিসেবে নিয়ে নেয় ।

মুশকিল হল , ভারত সরকার সদা ক্যাচাল লেগে থাকা একটা দেশকে নিজের অংশ করতে চাইবে কি না ?

বাংলাদেশের মানুষ যদি নিজেদের মধ্যে সদা খোচাখোচি না করে শান্তিপূর্ণভাবে থাকতো তাহলে আমেরিকাই বাংলাদেশকে নিজেদের ৫২ তম স্টেট হিসেবে নিয়ে নিত ।

বাংলাদেশের অবস্থা হচ্ছে গরীবের সুন্দরী বৌয়ের মত । সবাই ভোগ করে , কিন্তু ভাগ দিতে চায় না ।
206342
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
অজানা পথিক লিখেছেন : অঅন্দেলনে বিএনপির ব্যর্থতা ইতোমধ্যে রাজনীতিতে নতুন মেরুকরন সৃষ্টি করেছে
206359
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
বেআক্কেল লিখেছেন : বাংলাদেশের কুন ভবিষ্যত নাই, যত্তদিন না আরেক জন ডালিম ফারুখের জন্ম হইব। মানুষ তো এখন ফারুখ রশীদকে মৃত পীর বইলা দোয়া করে। আমনেও দোয়া করেন, যেভাবে শেখের মরন সংবাদ পাইয়া মানুষ খালে, বিলে, আলে যে যেখানে ছিল, শুকরিয়া নামাজ পড়বার লাইগা দাড়াইয়া গেছিল।
206403
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
নূর আল আমিন লিখেছেন : ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ
206463
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
গ্রাম থেকে লিখেছেন : দুঃখিত, জবাব দিতে দেরী হলো।

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
206634
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৬
আবু আশফাক লিখেছেন : কোনো ভবিষ্যত নাই। এসব ভাবনা অহন ছেড়ে দেয়াই উচিত!!!!!!!


একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
206683
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Clown Clown Clown Tongue Tongue Tongue
এটাই ভবিষ্যত।
206703
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৮
গ্রাম থেকে লিখেছেন : ধন্যবাদ, আপনাদের মুল্যবান মন্তোব্যের জন্য।

আবু আশফাক ভাই, কিভাবে ভাবনা ছেড়ে দেই দেশটা যে আমাদেরই।
১০
206910
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : খুব বিবেকবান এবং প্রতিবাদী মানুষকে ফালতু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে প্রতিদিন শুধু আওয়ামীলীগকে নিয়েই বিশ্লেষন ও রাগ করবে। এসব ভাবতে ভাবতে এখন নিজেেকে অন্য ভাবে আবিস্কার করেছি। আমার ভাবনায় দেশ জান্নাত হবেনা। বরং আমাকে প্রস্তুতি নিতে হবে। লিখা বলুন, পড়ায বলুন, চিন্তা মননে বলুন। আমাদের লেখনি আর গঠনমুলক কর্ম আজ না হোক কালতো অবশ্যই কথা বলবে। ধন্যবাদ আপনাকে।
১১
206918
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৭
গ্রাম থেকে লিখেছেন : হ্যা, ঠিক বলেছেন।
ধন্যবাদ আপনাকে ও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File