জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ
লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ০২ এপ্রিল, ২০১৪, ১১:০১:১৬ সকাল
ঝড়ে বক মরে
পীরের পীরাকি বাড়ে'
এই আশায় বসে আছে কি ১৮দলীয় জোট?
কেউ যদি আওয়ামিদের হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেয়!
বাস্তবতা হলো সময় যতো গড়াবে ততো আওয়ামিদের অবস্থান শক্ত হবে।
বেগম জিয়া পারবেন না বাকশালী ষড়যন্ত্রের সামনে নিজের দলকে শক্তিশালী আন্দোলনের দিকে নিয়ে যেতে।
উপজেলা নির্বাচনে যেখানে অস্তিত্ব রক্ষার লড়াই সেখানে তিনি পারেননি তার দলের বিদ্রোহী প্রার্থীদের থামাতে।
আন্দোলনের কর্মসুচি আসলে তার দলের নেতা কর্মীরা মামলা হামলার ভয়ে রাজপথে নামে না।
এই অবস্থায় সবকিছু বিবেচনায় রেখে
হাসিনার জুলুম থামাতে হলে
কার্যকরী এবং বাস্তবমুখী পদক্ষেপ নিতে জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাই।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
কিন্তু
এক নেতার এক দেশ এক রাইতে সব শেষ।
এমন না হলে ও সময়ের ব্যাবধানে আওয়ামীদের ক্ষমতা ছাড়তে হবে।
এটা কতো আগে হবে তা ১৮দলের কার্যকর আন্দোলনের উপর নির্ভর করছে।
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
কার্যকরী এবং বাস্তবমুখী পদক্ষেপ নিতে জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাই।
মন্তব্য করতে লগইন করুন