শাহ আব্দুল করিম
লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১২:৪৪ দুপুর
''আমার বন্ধুয়া বিহনেগো
সহেনা পরানেগো
একেলা ঘরে রৈতে পারিনা.....'
শাহ আব্দুল করিমকে আর তার বন্ধুর বিচ্ছেদ জ্বালা সৈতে হয়না।
তার সরলা বিবির কাছে ৪বছর আগের এই দিনে চলে গিয়েছিলেন চিরতরে।
আজ গীতিকবি শাহ আব্দুল করিমের চতুর্থ মৃত্যুবার্ষিকি।
ভালোবাসার সাথে স্বরন করছি প্রিয় এই গানের পাখিকে।
আব্দুল করিমকে এই চার বছরে অনেকে ভুলে যাওয়ার চেষ্ঠা করলেও তারে ভুলে যাওয়া এতো সহজ নয়।
যার গান না হলে এখনো গ্রাম বাংলার রাত জুড়ে থাকা গানের আসর জমে না।
এমন কিছু গান তিনি রেখে গেছেন যা থাকে গান পাগল মানুষদের মনে অনেক দিন ঠিকিয়ে রাখবে।
গ্রামের মানুষ সহজ সরল ভাষায় তার মনের কথা শুনতে চায়।
আর এই সহজ সরল কথাগুলো করিমের গানেই ফুটে উঠেছে।
তার সকল গান ই হৃদয় ছোয়া।
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন