একজন মুসলীমের আকিদা কেমন হওয়া উচিত্ ? - [২য় পর্ব] ।
লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩১:১২ রাত
আল্লাহ সুবহানু তায়ালার
ব্যাপারে আকিদা কেমন
হওয়া উচিত্:
আল্লাহ সুবহানু তায়ালা পবিত্র
কোরানে বর্ননা করেন :"আর তার
সমতূল্য কেও নেই ।"[১১২:৪]
আল্লাহ সুবহানু তায়ালা পবিত্র
কোরানে তার
সম্পর্কে বলতে গিয়ে বলেন দুনিয়ার
কোন কিছুই তার সমতূল্য নেই । অর্থাত্ এই
দুনিয়ার কোন কিছুর সাথেই তার
তুলনা করা যাবেনা । অথাত্ তার গুন
তার আকার অস্তিস্তের
সাথে দুনিয়ার কোন বস্তুর মিল
সাথে মিল হবে না । যেমন আল্লাহ
সুবহানু তায়ালা পবিত্র
কোরানে বলেছেন :"হে ইবলীস !
আমি নিজ
হাতে যাকে সৃষ্টি করেছি ,তার
সামনে সিজদা করতে তোমাকে
কিসে বাধা দিল ?"[৩৮:৭৫]
উক্ত আয়াতের
মাধ্যমে আমরা জানতে পারছি
আল্লাহ সুবসানু তায়ালার হাত
রয়েছে তবে তার আকার
প্রকৃতি সম্পর্কে আমাদের অজানা ।
একই ভাবে আল্লাহ সুবহানু তায়ালার
মুখমন্ডল রয়েছে ।আল্লাহ বলেন
"কিয়ামতের দিন ভুপৃষ্ঠের সবকিছু
ধ্বংশ হয়ে যাবে । আপনার মহিমাময় ও
মহানুভব রবের চেহারা অথাত্ সত্তাই
একমাত্র বাকী থাকবে ।"[৫৫:২৬-২৭]
আল্লাহ সুবহানু
তায়ালা দেখতে পান
এবং শুনতে পান ।এসম্পর্কে আল্লাহ
বলেন "নিশ্চই আল্লাহ তায়ালা শ্রবন
করেন ও দেখেন ।"[৫৮:১]
আল্লাহ সুবহানু তায়ালার এসব
রুবুবিয়াতের
ক্ষেত্রে আকিদা রাখা প্রত্যেক
মুসলীমের ক্ষেত্রে ওয়াজীব ।তবে এর
প্রকৃতি কেমন এ নিয়ে কোন মন্ত্রব্য
করা বাড়াবাড়ি ।কারন
প্রকৃতি দুনিয়ার কোন বস্তুর সাদৃস্য নয় ।
আল্লাহ বলেন "আল্লাহ তায়ালার
সাদৃশ্য কোন বস্তুই নেই
এবং তিনি শুনেন এবং দেখেন
।"[৪২:১১]
আল্লাহ সুবহানু
তায়ালা আরশে সমাশীন ।
এসম্পর্কে তিনি বলেন "পরম দয়াময়
আরশে সমাসীন ।"[সূরা তোহা:৫]
আর এ আরশের অবস্থান কোথায়
এসম্পর্কে আমাদের নবী করীম (স)
বলেন : "তার উপর আল্লাহর আশর । আর
আল্লাহর আরশ উপরে ।
তিনি তোমাদের
আবস্থা সম্পর্কে অবগত আছেন
।"[মুসনাদে আহমাদ ১/২০৬]
জনৈক এক
সাহাবী একদাশীকে মুক্তির
ব্যাপারে রাসূলুল্লাহ (স) এর
সাথে কথা বলতে এলে তিনি ঐ
দাসীকে প্রশ্ন করেন আল্লাহ কোথায়
দাশী বলল উপরে । তখন নবীজী (স) ঐ
মালিকে বললো তাকে মুক্ত করে দাও
কার সে মুমিন ।"[সহি মুসলীম ,কিতাবুল
মাসাজীদ]
এছাড়াও মেরাজের হাদীস
গুলো দ্বারা স্পশ্ট প্রতিয়মান আল্লাহর
আরশ আসমানে ।
আল্লাহ সুবহানু
তায়ালা সৃষ্টি জগতের সকল বিষয়ের
একমাত্র সৃষ্টি কর্তা ।তিনি সকল
বিষয়ের উপর ক্ষমতা বান ।তিনি বলেন
"পৃথিবীর বুকে বিচরনকারী এমন কোন
জীব নেই যা তার পূর্ন আয়ত্তায়াধীন
নয় ।"[সূরা হুদ:৫৬]
চলবে............
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন