একজন মুসলিমের আকিদা কেমন হওয়া উচিৎ -১

লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪৬:৪১ রাত

বিসমিল্লাহির রাহমানীর রাহিম ।

আল্লাহ সুবহানু তায়ালার

দরবারে লাখ শোকরিয়া আদায়

করি যিনি আমাদেরকে তার একমাত্র

মনোনীত দ্বীন ইসলামের

মাঝে প্রেরন করেছেন । আল্লাহ

সুবহানু তায়ালা বলেন "আল্লাহর

কাছে একমাত্র মনোনীত দ্বীন

হচ্ছে ইসলাম ।"[৩:১৯]

যে ব্যাক্তি এই ইসলামকে জীবন

ব্যাবস্থা হিসেবে গ্রহন করে তার

পরিচয় হচ্ছে মুসলীম ।আল্লাহ সুবহানু

তায়ালা বলেন

"তিনি তোমাদেরকেই মনোনিত

করেছেন এবং জীবন বিধানের

ব্যাপারে কোন সংকিন্নতা রাখেন

নি । তোমরা প্রতিষ্ঠিত

থেকো তোমাদের

পিতা ইব্রাহীমের দ্বীনের

ওপর ,সে আগেই তোমাদের নাম

মুসলীম রেখেছিলেন ।"[২২:৭৮]

নিজেকে একজন মুসলীম

হিসেবে পরিচয় দেবার পূর্ব শর্ত

হচ্ছে সে তার জীবনের প্রত্যেক

ক্ষেত্রে আল্লাহর সুবহানু তায়ালার

এককত্বের

ঘোষনা দেবে এবং সে অনুযায়ী

জীবন পরিচালনায় চেষ্ঠায় লিপ্ত

থাকবে ।এ এককত্বের শাক্ষি অবশ্যই

তাকে দিতে হবে বুঝে শুনে ।

এব্যাপারে আল্লাহ সুবহানু

তায়ালা বলেন :তবে যারা সত্য

স্বীকার করে এবং তারা অবগতও

বটে ।"[৪৩:৮৬]

আমাদের এ পৃথিবীতে এ

দ্বীনকে আকড়ে ধরে থাকতে হলে

এব্যাপার অবশ্যই জ্ঞান অর্জন

করতে হবে এবং এ জ্ঞানের ভিত্ত

হতে হবে কোরান এবং হাদিস ।

আমাদের কে মুসলীম হিসেবে পরিচয়

দিতে হলে সর্বপ্রথম আমাদের

আকিদা হতে হবে কোরান ,হাদিস

ভিত্তিক । কারন আমাদের মধ্য অনেক

নতুন ফেরকার সৃষ্টি হবে এ

সম্পর্কে আল্লাহর রাসূল (স) আমাদের

অবগত করে গেছেন । আর এসব ফেরকার

মধ্যে একটি বাদে বাকিগুলা হবে

জাহান্নামী ।কাজেই আমাদের

জান্নাতের

আশা করতে হলে কোরান হাদীস

ভিত্তিক সহী আকিদা অর্জন

করতে হবে ।

আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন

আকিদা রয়েছে তার মধ্য

থেকে কোনটা সঠিক

আকিদা এটা চিনতে হলে কিছু

বিষয়ে পরিস্কার

আকিদা থাকা জরুরি ।আমি কিছু

বিষয়কে নির্ধারন করেছি যেসব

বিষয়েই আমাদের মাঝে আকিদার

ক্ষেত্রে বেশী ভুল বা ভ্রান্ত

ধারনা প্রচলিত আছে ।ইংশাআল্লাহ

সেসব বিষয় নিয়ে কোরান হাদিসের

দলিল ভিত্তিক আকিদা পেশ করার

চেষ্টা করবো ।যেসব ক্ষেত্রে বিষয়

নিয়ে লিখার চেষ্টা করবো :

১।আল্লাহ সুবহানু

তায়ালা সম্পর্কে আকিদা ।

২।মুহাম্মদ (স) সম্পর্কে আকিদা ।

৩।সাহাবায় কেরামদের

সম্পর্কে আকিদা ।

৪।ইবাদতের ক্ষেত্রে আকিদা ।

৫।আল্লাহর প্রিয় বান্দাদের

সম্পর্কে আকিদা ।

৬।দ্বীন কায়েমের ক্ষেত্রে আকিদা ।

ইংশাআল্লাহ আমি পরবর্তী নোট

গুলোতে এসম্পর্কে বিস্তারিত

লেখার চেষ্টা করবো ।

চলবে .............

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File