আমরা কাদের বিরুদ্ধে জিহাদ করবো ?
লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ২৭ নভেম্বর, ২০১৩, ১১:৪০:৪০ রাত
আমাদের অনেক ভাই বলে থাকেন
তোমরা এত জিহাদ জিহাদ
করো কিন্তু জিহাদ করবো কাদের
বিপক্ষে ??
আসুন দেখি এ ব্যাপারে আল্লাহ
সুবহানু তায়ালা কি বলেন :
=>যারা হালাম হারামের বিধান
মানে না : "তোমরা যুদ্ধ
করো আহলে কিতাবের ঐ সব লোকের
বিরুদ্ধে আল্লাহ ওশেষ দিবসে ঈমান
রাখে না এবং আল্লাহ ও তার রাসূল
যা হারাম করেছেন তা হারাম
মনে করে না ,আর সত্যকে দ্বীন গ্রহন
করেনা যতক্ষন
না করজোড়ে জিজিয়া দেয় । " -[ ৯;
২৯]
=> নিকটবর্তী কুফ্ফারদের সাথে :
"হে মুমিমগন তোমরা তোমাদের
নিকটবর্তী কুফ্ফারদের সাথে যুদ্ধ
করো । এবং তারা যেনো তোমাদের
মধ্যে কঠোরতা দেখতে পায় । আর
জেনে রাখ আল্লাহ মুক্তাকীদের
সাথে আছেন । " -[ ৯; ১২৩]
=>মুশরেক:"তোমরা মুশরেকদের
সাথে যুদ্ধ
করো যেমনি ভাবে তারা তোমাদের
সাথে যুদ্ধ করে । আর জেনে রেখ
আল্লাহ মুক্তাকীদের সাথে আছেন । "
-[ ৯; ৩৬]
=>শয়তানের ওলী:
"সুতরাং তোমরা যুদ্ধ করো শয়তানের
ওলিদের সাথে ।নিশ্চই শয়তানের
চক্রন্ত দুর্বল । " -[ ৪; ৭৬]
=>কুফ্ফারদের নেতা :
"তোমরা কুফ্ফারদের নেতাদের
বিরুদ্ধে যুদ্ধ কর ,নিশ্চই তাদের কোন
কসম নেই , যেন তারা বিরত হয় । " -[১২ ;
৯]
=> মোনাফেক: "হে নবী , কাফির
এবং মোনাফেকদের
বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের
ব্যাপারে কঠোর হোন , নিশ্চই
তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম
এবং তা কত নিকৃষ্টতম গন্তব্যস্থল । " -
[ তাহরীম; ৯]
=>সীমালঙ্ঘনকারী: "তোমরা যুদ্ধ
করো সেই দলটির
বিরুদ্ধে যারা সীমালঙ্ঘন
করেছে যত্ক্ষন না তারা আল্লাহর
নির্দেশের দিকে ফিরে আসে । " -
[৪৯;৯]
=>যালিমের বিপক্ষে: "তোমাদের
কি হয়েছে তোমরা যুদ্ধ করছো না !
অথচ দুর্বল পুরুষ ,শীশু ও নারীরা চিত্কার
করে বলছে হে আমাদের রব আমাদের
বের করুন এ জনপদ থেকে যার
আধিবাসী জালীম আর আমাদের জন্য
আপনার পক্ষ থেকে একজন্য অভিভাবক
নির্ধারন করুন আর নির্ধারন করুন একজন
সাহায্যকারী " ।-[ ৯; ১৬]
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন