ওহুদের যুদ্ধের একটি ঘটনা ও আমাদের জন্য চিন্তার খোরাক

লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ২৫ নভেম্বর, ২০১৩, ১২:১৬:২৫ রাত

ওহুদের যুদ্ধ রাসূলুল্লাহ (স)কে বেষ্টন

করে সাহাবিরা যুদ্ধ

চালিয়ে যাচ্ছেন । এমন সময় ইকরামর দল

থেকে একজন লোক বের

হয়ে এসে চিত্কার

দিয়ে বললো "ওহে মুহাম্মদ

আমি এসে গেছি আজ নয় তোমার দিন

অথবা আমার ।" এ সময় কিছু

সাহাবী লোকটির

মোকাবেলা করতে চাইলেন কিন্তু

রাসূলুল্লাহ (স) বাধা দিয়ে বললেন

ওকে আসতে দাও । এই

লোকটি হচ্ছে উবাই বিন খালফ ।

যে াসূলুল্লাহ (স) এর সাথে ঔদ্ধত্যপূর্ন

আচরন করেছিল । সে বলেছিল

"হে মুহাম্মদ

আমি তোমাকে হত্যা করবো ।"

জবাবে াসূলুল্লাহ (স) বলছিলেন

তুমি আমাকে হত্যা করতে পারবেন

বরং আল্লাহ ইচ্ছায়

আমি তোমাকে হত্যা করবো ।

এখন সেই উবাই তার ঘোড়ায়

চরে াসূলুল্লাহ (স) এর দিকে অগ্রসর

হচ্ছিল । সাহাবিরা সরে দাড়ালেন

। াসূলুল্লাহ (স)ছিলেন বর্ম

দ্বারা সজ্জিত । তার

তরবারি কোষবদ্ধ অবস্থায় চামরার

বেল্টের সাথে বাধা ছিল ।

হাতে ছিল বর্শা ।উবাই াসূলুল্লাহ (স)

এর দিকে এগিয়ে আসছিলেন ।

তিনি াসূলুল্লাহ (স) এর

কাছে এসে ঘোড়ার লাগাম

টেনে ধরে তরবারী কোষমুক্ত

করতে যায় ।কিন্তু ততক্ষনে াসূলুল্লাহ

(স) এর বর্শা তার বুকের উপরের

অংশে আঘাত হানে ।

এরকমি ছিলেন আমাদের নবী ।

আল্লাহর নবী (স) নিজ

হাতে কাফিরদের সাথে জিহাদ

করেছেন । তিনি ছিলেন তার

সময়কার অন্যতম শক্তিশালী যোদ্ধা ।

আর তারই উম্মত

হয়ে আমরা জিহাদকে ভুলে গেছি অস্ত্রকে ভুলে গেছি ।

উল্টা যারা এই অস্ত্রকে ধারন

করে আল্লাহর আদেশ পালনে ব্যাস্ত

তাদের খারেজি ট্যাগ দিচ্ছি ।

লজ্জা করা উচিত্ তোমাদের মুসলীম

জাতী বলে পরিচয়

দিতে যারা মুজাহীদের

নামে অপপ্রচার করো

বিষয়: বিবিধ

১৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File