জান্নাতে যাবার সব থেকে সর্টকাট তরিকা
লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ১৯ নভেম্বর, ২০১৩, ০১:৪৫:০৯ রাত
জান্নাতে যাবার সব থেকে
সর্টকাট
তরিকা =>
=> "অবশ্যই আল্লাহ
তায়ালা মোমেনদের কাছ
থেকে জান্নাতের
বিনিময়ে তাদের জান ও তাদের
মাল খরিদ করে নিয়েছেন , এর
আল্লাহর পথে জেহাদ করে , অতপর
তারা হত্যা করে ,তারা নিজেরা নিহত
হয় ।"[৯:১১১]
=> "আবূ হুরাইরা (রাযি)
থেকে বর্নিত ,রাসূলুল্লাহ (স)
বলেছেন, যে ব্যাক্তি আল্লাহর পথের
মুজাহিদ রুপে নিজ ঘর হতে বাহির হয়
যাহাকে আল্লাহর পথে জেহেদ ও
কালিমার প্রতি বিশ্বাস স্থাপনই এ
কাজে উদ্ভুদ্ধ করেছে আল্লাহ
তায়ালা তার জন্য এই দায়িত্ব গ্রহন
করেন যে, হয়ত
তাহাকে জান্নাতে প্রবেশ করাবেন
অথবা তার আবদ্ধ সওয়াব ও গনীমত সহ
তাকে সেই ঘরে ফিরিয়ে দেবেন
যেখান হতে সে বের হয়ে ছিল "
=> "আবূ হুরাইরা (রাযি)
থেকে বর্নিত ,রাসূলুল্লাহ (স)
বলেছেন, কোন মুসলীম বান্দার
নাসরন্ধে আল্লাহর পথের ধূলা ও
জাহান্নামের আগুন একত্রিত
হবে না ।"
=> আনাস ইবনে মালিক (রাযি)
থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (স)
বলেছেন,
জান্নাতে প্রবেশকারী কোন
ব্যাক্তিই ইহা পছন্দ করিবে না যে ,
সে পুনরায়
পৃথিবীতে ফিরে আসবে এবং দুনিয়ার
সকল বস্তু সামগ্রী লাভ করবে কিন্তু
শহীদ এই কামনা করবে যে দশবার
দুনিয়ায় ফিরে আসবে এবং শহীদ
হবে ।"
=> কা'ব (রাযি) বলেন , জান্নাতুল
মা'ওয়াতে কিছু সবুজ পাখির
বর্ননা আছে , শহীদগনের
আত্না তাতে প্রবেশ
করে সেখানে বিচরন করবে ।
=> ইয়াহয়া ইবনে আবী কাছীর
থেকে বর্নিত , নবী করীম (সা)
বলেছেন , আল্লাহতায়ালার
নিকটে সর্বোত্তম শহীদ
তারা যারা যুদ্ধের কাতারে শত্রুর
মুখোমুখি হয় এবং অতপর নিহত
না হওয়া পর্যন্ত অন্য কোন
দিকে দৃষ্টিপাত করেনা । ইহার
জান্নাতে সুউচু বালাখানায়
শুয়ে গড়াগড়ি দিবে । তোমাদেয়
পালনকর্তা তাদের
প্রতি তাকিয়ে হাসবেন ।
নি:সন্দহে তোমাদের পালনকর্তা যখন
কোন সম্প্রদায়ের
প্রতি তাকাইয়া হাসেন তখন
তাহাদের কোন হিসাব হয় না ।
=> "আবূ হুরাইরা (রাযি)
থেকে বর্নিত ,রাসূলুল্লাহ (স)
বলেছেন,জান্নাতে গমনকারী প্রথম
তিন
ব্যাক্ততিকে এবং জাহান্নামে গমনকারী প্রথম
তিন ব্যাক্তিকে আমার সামনে পেশ
করা হয়েছে ।
জান্নাতে প্রবেশকারী প্রথম
ব্যাক্তি হল যে শহীদ .....
=> মুররাহ হতে বর্ণিত তিনি বলেন
লোকেরা আব্দুলাহ (রাযি) এর
নিকটে কিছু লোকের আলোচনা করল
যারা আল্লাহর পথে শহীদ হয়েছে ।
তিনি বললেন ব্যাপারটি এমন নয়
যেমন তোমর ভাবছ । যখন দুই পক্ষ
মুখোমুখি হয় তখন ফেরেশতাগন অবতরণ
করেন এবং স্ব স্ব শ্রেণীতে লিপিবদ্ধ
করেন । অথাত্ অমুক দুনিয়া লাভের জন্য
লড়ছে ,আমুক রাজত্বতের জন্য , অমুক
সুখ্যাতির জন্য এবং অমুক আল্লাহ
তায়ালার সন্তুষ্ঠি লাভের জন্য লড়াই
করছে । আতএব যে আল্লাহ তায়ালার
সন্তুষ্ঠির জন্য লড়তে গিয়ে নিহত হল
সে জান্নাতে প্রবেশ করবে ।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন