আওয়াজ তুলুন !

লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ১২:১৪:৪৮ রাত

থাবা বাবা ওরফে রাজিব কে হত্যাকারী এই পাচ সিংহের খবর রে রাখে ? যাদের জন্য আজ নাস্তিকদের প্রতি এই গনজাগরন তাদের খোজ কজন রাখে ! তারা হয়ত কেও ভাচুর্যাল সেলিব্রেটি নন । যাদের সাথে নেই ভক্তকুল । তারা আমাদের মত ভাচুর্যাল মুসলীম নন । তারা ভাচুর্যাল জগতে থাবার চৌদ্দ গুষ্টি উদ্ধার করে সেলিব্রটি সাজেন নি । তার বিসর্জন দিয়েছেন তাদের পার্থিব জীবন নবী প্রেমের কাছে । এই সত্যিকারের উম্মার পাচ সিংহের নিশর্ত মুক্তি দাবিতে আমরা কি এক হতে পারি না ? আমরা কি পারিনা এদের জন্য কিছু করতে যদিও এরা আমাদের প্রতিদানের ধার ধারেন । তবুও কি আমরা আমাদের দ্বীনি ভাইদের প্রতি দায়িত্ব পালন করতে পারি না । এই পাচ সিংহের মুক্তির দাবিতে আওয়াজ তুলুন !

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File