পদ্মাসেতু সরকারের নির্বাচনী মাইলফলক

লিখেছেন লিখেছেন হারুন হায়দার ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৯:০৮ দুপুর

বর্তমান সরকারের নির্বাচনী মাইলফলক হল পদ্মাসেতু। জনগন জানে পদ্মাসেতু গুড়েবালি ছাড়া কিছুই না। সরকার নিজেও জানে জনগনকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। পদ্মা সেতু না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে, এমন কথা কেউ না বললেও সরকার সেটাই প্রমাণ করতে বদ্ধপরিকর। চার বছরেও পদ্মা সেতুর কাজ শুরু না হওয়ায় প্রমাণিত হয়েছে, সরকার ব্যর্থ এবং পরবর্তী সময়েও এর ব্যত্যয় হবে না। পদ্মা সেতু না হওয়ায় জিডিপি কমলো অন্তত ৫ পয়েন্ট, এর দায়ভার কি আমার না আপনার? আবার পদ্মা সেতুর কথা বলে ভোট চাইছেন। পাঁচ বছর পরেও চাইবেন। যত দিন প্রয়োজন চাইবেন। কারণ ওরা মিথ্যুক। যদি মিথ্যাচারের উপর কখনো নোবেল পায় সেটা পাবে বর্তমান সরকার। নিজেকে যদি এতই ক্ষমতাবান মনে করেন তাহলে সাড়ে চার বছরে একটি ইটও ভিত্তি হিসেবে বসাতে পারলেন না। তাদের হাতে কোন ক্ষমতা নেই, শুধু শুন্য কলস।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File