নারীর সম-অধিকার ও ক্ষমতায়ন

লিখেছেন লিখেছেন হারুন হায়দার ০২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৮:৩৭ সকাল

নারীর সম-অধিকার ও ক্ষমতায়নের নামে নারীদের অপমানিত ও লাঞ্চিত এবং সমাজ ছাড়া করার একমাত্র নজির বর্তমান সরকারের। একজন নারী যখন সন্তান জন্মদানের মতো অসীম ক্ষমতার অধিকারী, তখন তার জন্য নতুন করে তৈরি করা যেকোনো সম-অধিকার ও ক্ষমতায়নই তাকে হেয় করা। সম-অধিকার ক্ষমতায়নের নামে নারীকে বিচ্ছিন্ন করায় মেতে উঠেছে বর্তমান সরকার। যার যার যোগ্যতায় উঠে দাঁড়াবে, কিন্তু ক্ষমতায়নের নামে যে কুৎসিত প্রতিযোগিতা, এতে সম্মানের বদলে অসম্মান হচ্ছে নারীর। হাতেগোনা কয়েকটি জায়গা বাদ দিলে নারীর অবস্থান মধ্যযুগীয়। সমাজ জুড়ে কী দৃশ্য! অপ্রাপ্তবয়স্ক মা, অকালবিধবা এবং স্বামী পরিত্যক্তাদের। এর জন্য দায়ী ক্ষমতাসীন সরকার।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File