কুরআন ও হাদিসের আলোকে ইলমের ফযিলত

লিখেছেন লিখেছেন হারুন হায়দার ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৫৩:১৬ দুপুর

• আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলিম তারাই আল্লাহকে ভয় করে থাকে। (আল কুরআন)

• হে রাসুল (সHappy আপনি বলে দিন যে, আলিম এবং বে ইলম কখনো সমান হতে পারে না।(আল কুরআন)

• (হে লোকজন) যদি তোমরা কোন বিষয়ে না জান, তবে আলিমদের তথা (আহলে যিকর) নিকট জিজ্ঞসা কর।(আল কুরআন)

• ইলমে দীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ।(আল কুরআন)

• আল্লাহ তাআলা যাদের ভালাই এবং মঙ্গল চান তাদেরকে দীনের বুঝ দেন।(আল হাদীস)

• আলিম গনেই নবীগনের ওয়ারিশ।(আল হাদীস)

• ইলমে দীনের চর্চার একটি মজলিশ ষাঠ বসর নফল ইবাদত করার চেয়ে উত্তম।(আল হাদীস)

• তিনদল লোক কিয়াতের দিন( আল্লাহর অনুমতিক্রমে) সুপারিশ করবেন- নবীগণ, আলিমগণ, শহীদগন।(আল হাদীস)

বিষয়: বিবিধ

১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File