মুনাফিক চেনার উপায়
লিখেছেন লিখেছেন হারুন হায়দার ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৫০:৩৬ সকাল
মহানবী হযরত মুহাম্মদ (স মুনাফিকদের লক্ষন ও পরিচয়ে বলেছেন- সাধারনত যার অন্তরে কুটিলতা আছে তাকে মুনাফিক বলে। মুনাফিক এর পরিভাষা হল- যার ভিতরকার অবস্থা বাহ্যিকের সাথে সামঞ্জস্যপূর্ন নয়।
বস্তুত মনের ভাবধারা ও বাহ্যিক কাজকর্ম একরুপ না হওয়াই হল মুনাফিকী। এরা নিজেদেরকে ঈমানদার হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। মুনাফিক কারা তা নির্নয় করতে যেন কষ্ট না হয় এজন্য রাসুল (স মুনাফিকের তিনটি আলামত এর কথা বলেছেন।
হযরত আবু হোরায়রা (রা হতে বর্নিত তিনি বলেন রাসুল (স বলেছেন-
১। যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে।
২। আর যখন সে অঙ্গীকার করে তখন তা ভঙ্গ করে।
৩। এবং যখন তার নিকট গচ্ছিত রাখা হয় তখন সে খেয়ানত করে। (বুখারী ও মুসলিম)
বিষয়: বিবিধ
২৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন