চেতনা বিরোধী কবিতা??
লিখেছেন লিখেছেন চেতনাধারী ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০২:১৯ সকাল
ভালোবাসা দিবস মানে আজ
যৌনতার ছড়াছড়ি,
ভ্যালেনটাইন ডে মানে আজ
মেয়েদের নিয়ে কাড়াকাড়ি!!!
ভালোবাসা মানে যদি হয়
সম্ভ্রম- সতীত্ব হাঁরানো;
এমন দিবসকে বল কীকরে বরণ
করি,
ভালোবাসা দিবস যদি হয় ধর্ম বিরোধী তাহলে কেন এটাকে পরিহার করতে না পারি??
কুল মাখলুকাতের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এটাতো ইসলাম ও
নবীজির শিক্ষা,
তাহলে কেন ইসলাম ছেড়ে আজ
গ্রহণ করেছ বিশেষ দিনে
বিজাতীয়দের দীক্ষা।
দুই ঈদ ছাড়া ইসলামে কী আছে
বিশেষ কোনো দিন,
মুসলিম দাবিধার হয়ে করছ আজ
ধর্ম বিলিন??
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন