গনতন্ত্রের অগ্নিকন্যার জ্বালাময়ী বক্তব্যের অংশবিশেষ....।

লিখেছেন লিখেছেন চেতনাধারী ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:২০:২১ বিকাল

বেগম জিয়ার বক্তব্যের উল্লেখযোগ্য কিছু অংশ. . .

******************************

*কতদিন আপনারা এখানে বসে থাকতে পারেন দেখবো, আমরা প্রতিদিন বের হব, আমাদের আন্দোলন চলবে ।।

*সরকারের যদি লজ্জা থাকে, তবে ক্ষমতা ছাড়তে বাধ্য ।।

*বাংলাদেশ মানেই কি গোপালগঞ্জ? গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জ আর থাকবে না ।।

*আল্লাহর গজব পড়বে , আপনারা যা শুরু করেছেন ।।

*হাসিনার দালালি বন্ধ করেন , হাসিনার দালালী করে লাভ নেই ।।

*সেদিন শেখাছিনা কোথায় ছিল? যেদিন আর্মির এতগুলো অফিসারকে হত্যা করেছিল?

*আপনারা (পুলিশ) যা শুরু করেছেন, তাতে আল্লাহর গজব পড়ে যাবে। আপনারা এতগুল আলেমকে হত্যা করেছেন। এই মা বোনদের কান্না, এই বিডিআর পরিবারের কান্না, এই আলেমদের কান্না বৃথা যাবে না।

*পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা চাকরী করেন, আমাদের গায়ের মধ্যে উঠে পড়বেন না, আপনারা দূরে থাকুন। আপনাদের মেয়েগুলো এত ঝগড়া করছে কেন। এই মেয়েরা তোমরা চুপ কর, বেয়াদব কোথাকার!

*আপনাদের অফিসার কোথায়? সে কোথায় পালিয়েছে? তাকে বলবেন আমার সাথে দেখা করতে....

*সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন গণতন্ত্রের রক্ষক। আর এই পুলিশরা গণতন্ত্রের ধ্বংস কারি।

*আমাদের কর্মসূচীতে জনগণ সমর্থন দিয়েছে, তাই সরকার জনগণের ভয়ে ভীত হয়ে তাদের ঢাকায় আসতে বাঁধা দিয়েছে।

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File