ভারতীয় পন্যকে না বলোন, ভারতীয় রাজাকারদের বয়কট করুন।

লিখেছেন লিখেছেন চেতনাধারী ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১৫:১৯ সকাল

ফেলানীকে হত্যা করেও বেকসুর খালাস পেয়ে যাবে বি এস এফ , বাংলাদেশী নারীকে ধর্ষন করেও পার পেয়ে যাবে বি এস এফ । আমাদের পররাষ্ট্রনীতি বারবার ধর্ষিতা হতে চলে যাবে হিল্লি দিল্লি লাস ভেগাসের প্রমোদকুঞ্জে ।

এই হত্যা আর ধর্ষন, এই বিচার নামের প্রহসন আমাদের ভাবাবেনা । আমরা অপেক্ষায় থাকবো না - কবে আরেক ফেলানী ঝুলে থাকবে , কবে আরেক যুবককে ধরে নিয়ে নগ্ন করে তার ভিডিও করে প্রকারান্তরে বাংলাদেশের ইজ্জতের দুর্বিষহদশার প্রতি খ্যাক খ্যাক করে হাসবে বি এস এফ , আমাদের মানবাধিকার সংস্থাগুলো ব্যস্ত হয়ে পড়বেনা সীমান্তে ধর্ষিতা মেয়েটির জন্য , নিয়মিত যুবকদের ধরে নিয়ে যাবার খবরে বিচলিত হবেনা সংবাদপত্রগুলো । কারন এতো নিয়মিত দৃশ্য । প্রতিদিন সুর্য ওঠার সংবাদে সরকার- প্রশাসন-মানবাধিকার সংস্থা-মিডিয়া কেউই বিচলিত হয়না , দৈনন্দিন কার্যকলাপ সংবাদ নয় । সুতরাং সীমান্তে নিত্যমৈমিত্তিক হত্যা-ধর্ষন-লুট-অপমান আমাদের নীতিনির্ধারনী লোকজন আর মৌজপ্রবন মিডিয়াকে বিচলিত করেনা ।

মমতাদিদি ইলিশ চেটেপুটে খেলেন- তা নিয়ে কলাম হবে, ওপার থেকে গুলি এলেও এইপারে 'এপার-ওপার বাংলা' নামের মিলনাত্মক মেলোড্রামা মেলবন্ধন হবে , ৭০ লাখ টাকায় ফ্ল্যাট না হলেও ৭০ লাখ টাকায় এয়ারটেল আস্ত একটা কোম্পানী কিনে ফেলবে , খাল কেটে কুমির না আনা হলেও সুন্দরবন আর তিতাস কেটে ভারতীয় কোম্পানী আনা হবে , আমাদের আপলোড কমিয়ে হলেও গিগা গিগা ব্যান্ডউইডথ রপ্তানী হবে , বাংলা সিনেমা ভারতে না দেখালেও হিন্দি সিনেমা বাংলাদেশে আনা হবে , গরীব দেশ হয়েছে তো কি - বন্ধুদেশকে বিনামূল্যে 'পোদ'ভাড়া বাবদ ট্রানজিট দেয়া হবে আর যাবার সব হাইকমিশনার বলে যাবেন - ৭০ ভাগ বাংলাদেশী বাটপার !

জয় হোক ভারতমাতার ! তোমরাই দেখিয়ে দিলে - ইওর গভার্নমেন্ট কেয়ার্স ফর ইওর পিপল !

আওয়ার গভার্নমেন্ট ?

ডু ইউ স্টিল ফাকিং বিলিভ উই ডু রান এনি গভার্নমেন্ট ?

বিষয়: বিবিধ

১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File