সমবায় সমিতিতে সদস্য ভর্তি প্রকৃয়া / পদ্ধতি

লিখেছেন লিখেছেন নবীউল এর ব্লগ ৩০ আগস্ট, ২০১৩, ১১:৩৮:৪৫ রাত

দেখা যায় যে , অনেক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি এমন ব্যক্তিকে ঋণ প্রদান করে থাকেন যিনি সমিতির সদস্য নহেন । আবার , এমন ব্যক্তির কাছ থেকে আমানত সংগ্রহ করে থাকেন যিনিও সমিতির সদস্য নহেন । অথচ সমবায় আইন অনুযায়ী সমিতির সদস্য নহেন এমন ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা যায় না । তাই আমানত গ্রহণ বা ঋণ প্রদান করার পূর্বে অবশ্যই সদস্য করে নিতে হবে । আর সমিতির সদস্য করাও সহজ । একটি শেয়ার এর মূল্য আদায় , উক্ত শেয়ারের সমপরিমাণ অর্থ সঞ্চয় জমা হিসেবে আদায় ও ভর্তি ফি আদায় করে কোন ব্যক্তিকে সমিতির সদস্য করতে হয় । একটি শেয়ারের মূল্য কত , ভর্তি ফি কত উহা সমিতির নিবন্ধিত উপআইনে উল্লেখ রয়েছে । যেমন , উপআইন অনুযায়ী কোন সমিতির একটি শেয়ারের মূল্য ১০০ টাকা ও ভর্তি ফি ৫০ টাকা হলে কাউকে ভর্তির সময় তার কাছ থেকে অন্ততঃপক্ষে ১০০ ১০০ ৫০ = ২৫০ টাকা আদায় করতে হবে । এখানে একটু সংশয় হতে পারে যে দুইবার ১০০ কেন । ১০০ দুই বারই কেননা পূর্বেই বলা হয়েছে যে , ভর্তি ফি ছাড়াও অন্ততঃ একটি শেয়ার এর মূল্য আদায় করতে হবে এবং উক্ত শেয়ার আদায়ের সমপরিমাণ অর্থ সঞ্চয় জমা হিসেবে আদায় করে ভর্তি করতে হবে । যেহেতু এক্ষেত্রে একটি শেয়ারের মূল্য ১০০ টাকা , সেজন্য শেয়ার বাবদ ১০০ টাকা আদায়ের পাশাপাশি সঞ্চয় জমা বাবদও ১০০ টাকা আদায় করতে হবে , আর ভর্তি ফি তো ৫০ টাকাতো লাগবেই (তাই ১০০ ১০০ ৫০ = ২৫০ টাকা ) । আবার , উপআইন অনুযায়ী কোন সমিতির একটি শেয়ারের মূল্য ৫০ টাকা ও ভর্তি ফি ২০ টাকা হলে কাউকে ভর্তির সময় তার কাছ থেকে অন্ততঃপক্ষে ৫০ ৫০ ২০ = ১২০ টাকা আদায় করতে হবে ।

মনে রাখতে হবে যে , কোন ব্যক্তিকে ভর্তি করা হলে সদস্য তালিকা বহিতে বা মেম্বার রেজিস্টারে তার নাম , তার পিতার নাম , ঠিকানা , সদস্য হবার তারিখ ( শেয়ার ক্রয়ের তারিখই সদস্য হবার তারিখ ) , মনোনীত ব্যক্তি বা নমিনির নাম (নমিনি যেন ঐ সমিতির সদস্য না হয়ে অন্য কেহ হন সেদিকে ব্যবস্থাপনা কমিটিকে লক্ষ্য রাখতে হবে) লিপিবদ্ধ করতে হবে এবং স্বাক্ষর কলামে তার স্বাক্ষর নিতে হবে । কাউকে সদস্য করার সময় সমিতি ভর্তিফরম ফিসহ অন্যান্য ফিও আদায় করতে পারবে ।

সমবায় সমিতির আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনী জটিলতা এড়াতেই অসদস্য ব্যক্তির সাথে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে ।

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File