বিডিটোমারো থেকে মনে হয় ব্লক তুলে নিয়েছে.....
লিখেছেন লিখেছেন মোমের মানুষ ০৪ অক্টোবর, ২০১৩, ০৮:৫৩:২৩ রাত
আজ সকালের দিকে অনেকবার চেষ্টা করেও বিডিটোমারোতে ঢুকতে পারছিলাম না। তারপর পক্সি চেন্জ করে সুন্দর ভাবে ঢুকতে পারলাম, চোখে পড়ল ষ্টিকি পোস্ট, পক্সি ব্যবহারের। এখন কোন ধরনের পক্সি চেন্জ ছাড়াই বর্তমান ডোমেইনেই সুন্দরভাবে ভাবে ঢুকতে পারছি। বিডি নেট থেকে বিডি টোমারো আর কত বার যে ডোমেইন বদলাতে হবে আল্লাহই জানে.....।
আমার দেশ প্রিন্ট সংস্করন বন্ধ করার পর অনলাইন সংস্করনই একমাত্র ভরসা ছিল। কিছু দিন পরপর দেখি সেই লিংকও ব্লক করে দেওয়া হল। তারপর পক্সি চেন্জ করে ঢুকা শুরু করলাম। এ জন্য আমি যেই সাইট টি ব্যবহার করি সেটাই বলছি...http://www.zendproxy.com/ এটি একটি বহুল প্রচারিত ওয়েব সাইট। সেখানে গিয়ে মাঝ বরাবর ব্লক হওয়া সাইটের নাম দিয়ে এন্টার চাপলেই মহূর্তে মধ্যেই সেই সাইটে ঢুকতে পারবেন। এ কারনে নেটের গতি কমবে না। খুব কাজের একটা সাইট আশা করি সবারই কাজে আসবে।
পক্সি চেন্জ করে ঢুকার বা ব্লক সাইটে ঢুকার আরো অনেক অনেক লিংক পাবেন এই সাইটে...। Click this link
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন