টুডে ব্লগ এখানেও ব্লক খাব না তো?

লিখেছেন লিখেছেন মোমের মানুষ ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০৫:০০ সকাল

বাংলাদেশে ইন্টারনেটের সহজ লভ্যতার পাশাপাশি বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। আগে এই তো কয়েক বৎসর আগেও যেখানে ব্যক্তগত পিসি ছিল না, বুঝতাম না ইন্টারনেটের ব্যপার সেপার। আর ব্লগ তো অনেক পরে....এক পর্যায়ে ব্যক্তিগত পিসি আসল, ঘরে ইন্টারনেট আসল, ফেবু শুরু হল...। আরও কত কি......



মনে আছে একবার কোন এক কোচিং সেন্টারে ক্লাসে ফেসবুক নিয়ে আলোচনা হচ্ছিল...স্যার হটাৎ আমাকে প্রশ্ন করলেন ফেসবুক কি? আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। এতদিন এই বস্তুটার নামই শুনেছি....কখনও দেখা হয়নি। ভরা ক্লাসে খুব লজ্জা পেলাম। ক্লাস থেকে বের হয়েই বন্ধু মনিরকে ফোন দিলাম। দোস্ত ফেসবুক জিনিসটা কি রে? বলল আয় তোরে ফেসবুকে ঢুকাইয়া দেই। সেই থেকে ঢুকেই আছি। প্রথম দিকে খুব নেশা ছিল, তারপর ব্লগের সাথে পরিচয় হবার পর থেকে ফেসবুকের মোহ অনেকটা কমল। সামহয়্যারে দীর্ঘদিন ছিলাম। অনেক উথান-পতন হল, বেশ কয়েকবার ব্লক খেলাম। আচ্ছা কারও মতের বিরোধী হলে পোস্ট গায়েব করার কোন মানে হল? মাঝে এক বন্ধুর প্ররোচনায় শব্দ নীড়ে লেখা শুরু করলাম। একদিন হেফাজতে ইসলামের সমর্থনে একটি পোস্ট দেওয়ার ১০ মিনিটের মধ্যে পোস্টটি গুমের শীকার হল। সাথে সাথে ব্লগ কর্তৃপক্ষের নিকট মেইল করে জবাব চাইলাম। জবাব চাওয়ার অপরাধে আমাকে ৩ দিনের জন্য ব্লক করল। আমিও বিদায় জানালাম। স্বাধীনভাবে মতপ্রকাশের জন্যই ব্লগে, সোস্যাল মিডিয়াতে আসা। এখানেও যদি বাকশালী কায়দায় কষ্ট করে কোন লেখা গুমের শীকার হয় তাহলে আর সোস্যাল মিডিয়া কেন?

বিষয়: রাজনীতি

২১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File