বর্তমান তথ্যমন্ত্রীকে অবশ্যই অর্থ দন্ড দিতে হবে
লিখেছেন লিখেছেন সম্পাদকীয় ২৮ আগস্ট, ২০১৩, ১২:৪৪:৪৬ দুপুর
কেউ কি বলতে পারেন বর্তমান তথ্যমন্ত্রীর (এ আমল + বাকি জীবন মিলিয়ে) মোট সম্পদের পরিমাণ কত ?
সম্পদের পরিমাণটা জানা খুব দরকার না হলেও বলছি, ওনার জন্য অন্তত হাজার কোটি টাকার জরিমানা অপেক্ষা করছে O তাই একটু জানতে চাচ্ছি, কারণ অনাদায়ে কত বছরের জেল হবে সেটাও তো হিসাব করতে হবে নাকি
দিগন্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়েও বড় কথা হল, অন্যায় ঘারত্যাড়ামি করে ৩মাস ১২দিন বন্ধ করে রাখা হয়েছে দিগন্ত_এবং_ইসলামিক টেলিভিশনকে । প্রকাশ করতে দেয়া হচ্ছে না আমারদেশ পত্রিকাকে ! কিন্তু কেন ?
এই কেন এর উত্তর আপনারা সবাই জানেন । দিনভর হেফাজতের প্রোগ্রাম দিগন্ত টিভি সরাসরি সম্প্রচার করলেও ইসলামিক টেলিভিশনের তো কোন সংশ্লিষ্টতাই ছিলনা । যদিও একটি অনুমোদিত জনসভা সরাসরি সম্প্রচার কোন অপরাধ হতে পারে না । ..................... তা যা ই হোক না কেন, মোটের উপর প্রতিষ্ঠানগুলো যে আর্থিক ক্ষতির সম্মুখীন হলো সেটার কি হবে ? সামাজিক ভাবে তাদেরকে যেভাবে হেনস্তা করা হয়েছে, সেটারই বা কি হবে ?
হবে । হবে । হবে ইনশাআল্লাহ্ । অবশ্যই হতে হবে এবং হবেইইইইই ।।
শুধু রাষ্ট্র এই ক্ষতিপূরণ দেবেনা । ক্ষতিপূরণের সমুদয় অর্থ বর্তমান তথ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের দিতে হবে । তারা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ্ । কোন ক্ষমা কিংবা মহানুভবতার অবকাশ নেই । যে অনাচার বর্তমান সরকার করেছে তার কিয়দাংশ হলেও এভাবে উশোল করা হবে ইনশাআল্লাহ্ ।। সেটা হাজার কোটি থেকে কয়েক হাজার কোটি পর্যন্ত হতে পারে । এটা করতেই হবে, নচেৎ এমন অনাচার বন্ধ হবেনা । বন্ধ হবেনা নির্মম নিষ্পেষণ ।
অবিলম্বে দিগন্ত টিভি এবং ইসলামিক টেলিভিশনকে সম্প্রচার করতে দেয়া হোক । তাদের যন্ত্রপাতি ফিরিয়ে দেয়া হোক । প্রকাশনায় আসতে দেয়া হোক আমার দেশকে ।
সময়ই বলে দেবে কি হবে । যা ভাবেননি কখনো তারচেয়েও অনেক বেশি কিছু হবে ইনশাআল্লাহ্ ।
বিষয়: রাজনীতি
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন