গণতন্ত্র হত্যা দিবসের জনসভাঃ বিএনপি জোট কি সফল না ব্যর্থ?

লিখেছেন লিখেছেন সামছুল করিম ০৬ জানুয়ারি, ২০১৫, ০২:১০:৩৫ রাত

বিএনপি তার আন্দোলনে পূর্ণ মাত্রায় সফল। বিএনপির কৌশলেই বুঝা যায় তারা অল্প প্ররিশ্রমে বেশী লাভ ঘরে তুলতে চায় - একাজে তারা পুরোপুরি সফল। বিএনপি হরতাল দিলে সরকার তা জোর করে বানচাল করে - হরতাল হয়না। মানুষের দৈনন্দিন জীবনে তেমন ব্যতয় ঘটেনা, ফলে মানুষ খুব একটা আগ্রহী হয়না।কিন্তু আজ বিএনপি জনসভার ডাক দিয়ে সরকারী অবরোধের মাধ্যমে জনগণের মাঝে সহজেই যে আগ্রহের সৃষ্টি করল, এতেই বিএনপি সফল। মাথা মোটা সুবিধাবাদী তথাকথিত আওয়াীলীগের নেতারা আরও জনবিচ্ছিন্ন হল।

সরকার যেহেতু সবসময় উল্টােটা করে - অর্থাৎ বিএনপি অবরোধ দিলে সরকার সব খুলে দেয়, আর জনসভা দিলে সরকার অবরোধ দেয়, বিএনপির উচিত হবে এই হিসাব মাথায় রেখে কাজ করা।

ব্যক্তিগতভাবে আমি মনে করি শেখ হাসিনা, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে যত দেরি করবেন, ততই জনবিচ্ছিন্ন পুলিশ নির্ভর ফ্যাসিস্ট হবেন।

বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্হা বাতিল যেমন গ্রহন করেনি (বিভিন্ন জনমত জরিপের ফলাফল), তেমনি ৫ই জানুয়ারীর নির্বাচনও গ্রহন করেনি। আওয়ামীলীগ এ ২টি বিষয়ে যতবেশী গোয়ার্তুমি করবে, ততই তাদেরকে বিরোধীদের উপর রাজনৈতিক নিপিড়ন চালাতে হবে (বিচার ব্যবস্হা, পুলিশ, এবং প্রশাষনের মাধ্যমে)। এর এতে আওয়ামীলীগ আরও বেশী জনবিচ্ছিন্ন হবে। সামনের দিনগুলোতে বিএনপির হারানোর বেশী কিছু নেই। বরং আন্দোলনের মাধ্যমে ২০ দলীয় জোট লাভবানই হবে। তবে বর্তমান অবস্হা চলতে থাকলে আওয়ামলীগের হারানোর অনেক কিছুই আছে। এখানেও বিএনপি সফল হতে পারে।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299448
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:২৪
হতভাগা লিখেছেন : বিএনপির রাজনীতি হুদা ডকট্রিনেই শেষ হয়ে গেছে । সেটার রেশ এখনও চলছে । খালেদার ডাকে কোন সিনিয়র নেতাও ঘর থেকে এখন আর বের হয় না । তার উপর কালো মানিকের সেই বিখ্যাত হুমকি ।

বিএনপি এখন ঘরে বসেই রাজনীতি করবে এবং একসময় হারিয়ে যাবে নেতা কর্মীর অভাবে।
299469
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫৮
আমি মুসাফির লিখেছেন : বি এন পির নেতা কর্মীদের উচিত মাঠে নামা । এরা কৌশলে মাঠে নেমে তাঁদের শক্তি প্রমান করা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File