একটু বুদ্ধি ধার চাই

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ২০ আগস্ট, ২০১৫, ০৫:৪৬:৩৯ বিকাল

একটা বই এর কভার ডিজাইন করার জন্য একটা আইডিয়া মাথায় আসে। আইডিয়া খাটিয়ে বেশ কিছুদুর এগিয়েও গিয়েছি।

কিন্তু এখানে গিয়ে গিট্টু লেগে গেলো!!! Straight Face Straight Face Straight Face কিভাবে সে সম্পূর্ণ করবো সে বিষয়ে স্থীর সিদ্ধান্তে আসতে পারছি না।

কিভাবে কভারটা সম্পূর্ণ করতে পারি সে বিষয়ে আপনাদের কিছু পরামর্শ চাই-



উল্লেখ্য যে, বইটি ইতিহাস ভিত্তিক, যার মূল ঐ সকল মহামানবদের জীবনী যাদের অসামান্য অবদানের কাছে পৃথিবী ঋণী, যারা নিজ হাতে রচনা করেছেন ইতিহাসের পর ইতিহাস, কিন্তু কুচক্রীর ফেরে আজ তারা নিজেরাই ইতিহাসের পাতা হতে উপেক্ষিত। (থীমটা জানলে মতামত দিতে সুবিধা হবে।)

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337152
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০০
নাবিক লিখেছেন :
এই প্রচ্ছদটির আদলে দিতে পারেন।
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৯
279229
চিরবিদ্রোহী লিখেছেন : কাছাকাছি আছি বলেই তো মনে হয় :Thinking :Thinking :Thinking :Thinking
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৭
279238
চিরবিদ্রোহী লিখেছেন : কাছাকাছি আছি বলেই তো মনে হয় :Thinking :Thinking :Thinking :Thinking
337153
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই তো আছে ভাই।
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫০
279230
চিরবিদ্রোহী লিখেছেন : মূল সমস্যা হলো পিছনটা যে কেমন করবো সেটা মাথায় খেলছে না।
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৭
279237
চিরবিদ্রোহী লিখেছেন : মূল সমস্যা হলো পিছনটা যে কেমন করবো সেটা মাথায় খেলছে না।
২২ আগস্ট ২০১৫ রাত ১১:১৩
279273
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একই স্কিম এ কালার কোন ছবি ছাড়া দিয়েদিন।
337158
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
রক্তলাল লিখেছেন : background ডার্ক না দিয়ে হালকা কালার দিন।

সূর্যাস্ত না হয়ে সূর্যোদয় রকমের কিছু Happy
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৭
279236
চিরবিদ্রোহী লিখেছেন : ভালো বুদ্ধি।
পিছন দিকটা কেমন করা যেতে পারে একটু আইডিয়া দিবেন?
337189
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:২১
আফরা লিখেছেন : আমার বুদ্ধি নাই ধার দিব কি ভাবে !আপনারটা ও নাবিক ভাইয়ারটা দুইটাই সুন্দর হয়েছে । যে কোন একটা বেছে নিলেই হল ।
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫১
279232
চিরবিদ্রোহী লিখেছেন : বুদ্ধি না থাকলে এইটা বের করলেন কেমনে! সোজাসোজা বলেন না যে ধার দিবেন না Yawn Yawn
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৬
279235
চিরবিদ্রোহী লিখেছেন : বুদ্ধি না থাকলে এইটা বের করলেন কেমনে! সোজাসোজা বলেন না যে ধার দিবেন না Yawn Yawn
337195
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৭
আবু জান্নাত লিখেছেন : হালকা কালারের যে কোন প্রচ্ছদই সুন্দর দেখায়
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫১
279231
চিরবিদ্রোহী লিখেছেন : হুমমমম....ভালো বুদ্ধি। ধন্যবাদ ভাই।
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৬
279234
চিরবিদ্রোহী লিখেছেন : হুমমমম....ভালো বুদ্ধি। ধন্যবাদ ভাই।
337239
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মহা মানব কারা??? এক এক জনের চোখে একএক রকম মহা মানব!!!
ইসলামী ইতিহাসের মহামানব হলে এক ধরনের প্রচ্ছদ ভিন্ন হলে ভিন্নতায় তৈরি করতে হবে....।
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
279233
চিরবিদ্রোহী লিখেছেন : আমার পাতায় ফরগটেন হিরোস- এ ট্রিবিউট টু দ্যা গ্রেটেস্ট মেন অন আর্থ- Forgotten Heroes- A tribute to the greatest men on earth নামে একটি সিরিজের ৫টি খন্ড পোস্ট দেয়া আছে। দেখলেই বুঝতে পারবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File