আসেন মগজটাকে একটু এলোমেলো করি (ফান পোস্ট/ছবির ব্লগ)

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৫ আগস্ট, ২০১৫, ১২:০৩:২৪ দুপুর

সকাল সকাল মগজটা বেশ ফ্রেস, চাপমুক্ত থাকে, তাই না? আসেন, একটু বিগড়ে দেই-

১. ঘুরতাছে আর জুড়তাছে, বাহঃ



২. নিজেকে এই ট্রেনের ড্রাইভার মনে করেন, এলা কন কোন দিকে যাইবার লাগছেন-



৩. নীল দাগগুলো কি জোড়ায় জোড়ায় ঘুরতাসে না একটা একটা?



৪. সাইজ তো ঠিকই থাকে, তাইলে এই সাদা বক্সটা আসে কই থেইকা?



৫. সামনে গাড়ীটা সবচেয়ে বড়, তাইনা? আবার দেখেন তো............



৬. Now the million dollar question; কি দেখা যায়? বিলাই না কবুতর?



৭. কালো ডটটির দিকে তাকিয়ে থাকেন আর মজা দেখেন



৮. হলুদ আর কালো, দুটো ব্লক কিন্তু একসাথেই মুভ করছে, নাকি?



৯. ভাগ্যিস এমন আজাইরা ট্রায়াঙ্গেল ত্রিকোনমিতিতে ছিলো না!



১০. কালো ডটটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, পাশের গ্রে স্ট্রিপটা নীল হয়ে যাবে, ম্যাজিক!



১১. এক কাপ চা হয়ে যাক?



১২. আসেন ভাই, বসেন। মাগার পড়লে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না.........



১৩. মেয়েটা কিন্তু একই রঙের ব্লক সরাচ্ছে-



১৪. লাগলো, ধাক্কা লাগলো..........



১৫. সহজ প্রশ্ন, কোনদিকে ঘুরছে সার্কেল দুটো?





১৬. বিশ্বাস করুন আর না করুন, আপনি এই ছবির গতি নিয়ন্ত্রন করতে পারেন-



১৭. অতঃপর তাহা চলিতে থাকিলো....থাকিলো....থাকিলো....





১৮. যে পথটি ভিন্ন মনে হয়, সেটা পয়েন্ট করুন। আসলেই কি ভিন্ন?



১৯. সবুজ ডটটির দিকে তাকিয়ে থাকুন, হলুদ গুলো অদৃশ্য হয়ে যাবে। সাবধান! চোখের পলক ফেলা যাবে না,



২০. ডার্ক ব্যান্ডগুলো আসলো কই থেইক্যা?



২১. বর্ণবাদী চ্যাপলিন!





২২. কামরুপ কামাক্ষ্যার জাদুর পেন্সিল-



২৩. কালো ডটটির দিকে তাকিয়ে থাকুন, সাদা স্টারগুলোও রঙ্নি লাগবে



২৪. এটা কিন্তু এনিমেটেড না, স্টিল ইমেজ





২৫. এবার, দেই মাথাটারে ঘোলা কইরা-



বিষয়: বিবিধ

২৭৭৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333819
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৭
ঝিঙেফুল লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৬
275935
চিরবিদ্রোহী লিখেছেন : (~~) (~~) (~~)
333823
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪০
রাইয়ান লিখেছেন : মাথা আসলেই বিগড়ে গেছে .... Yawn Rolling Eyes Yawn Rolling Eyes
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:১১
275941
চিরবিদ্রোহী লিখেছেন :

নেন, মাথাটা ঠান্ডা করেন।
333827
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫১
মাটিরলাঠি লিখেছেন :
ভাই মাথা ঘুরায়। খুবই ভালো লাগলো।
অসাধারণ পোষ্ট। Rose Rose
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:১২
275942
চিরবিদ্রোহী লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
আর মাথা ঘুরার জন্য এটা ট্রাই করে দেখতে পারেন

333832
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নতুন ম্যাজিসিয়ান নাকি? ভাল লাগল..বেশ চমৎকার!
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৭
275964
চিরবিদ্রোহী লিখেছেন : কি করি ভাই! চাকরীর বাজার খারাপ...তাই ভিন্ন জীবিকার চেষ্ঠা

333843
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৬
আবাবীল লিখেছেন : ছবি বোলগ আমি ভালা পাই। থ্যাংকু, থ্যাংকু...
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৭
275957
চিরবিদ্রোহী লিখেছেন : কি করি ভাই! চাকরীর বাজার খারাপ...তাই ভিন্ন জীবিকার চেষ্ঠা

333847
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : MOney Eyes MOney Eyes Hypnotised Hypnotised Hypnotised Hypnotised Hypnotised চোখ গেলো ভাই
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৩
275959
চিরবিদ্রোহী লিখেছেন : এই নেন, আশা করি হেল্পফুল হবে

333851
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:১২
ছালসাবিল লিখেছেন :



০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৪
275960
চিরবিদ্রোহী লিখেছেন :
333853
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৯
পুস্পগন্ধা লিখেছেন :
উহ ! চোখে ঘোলা দেখা শুরু করছি.......। Surprised
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৬
275962
চিরবিদ্রোহী লিখেছেন : এইবার ক্লিয়ার দেখবেন

333858
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩১
আফরা লিখেছেন : মানুষকে হয়রানি করা পোষ্ট আল্লাহ আপনাকে পাপ দিব ভাইয়া ।




সরি ভাইয়া মজা করে বলেছি মজা পাইছি তো তাই ।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৭
275963
চিরবিদ্রোহী লিখেছেন : ভয় পাইছি...

১০
333888
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৯
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৪
275999
চিরবিদ্রোহী লিখেছেন :
১১
333946
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাথা ঘুড়ায়!!!
০৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৩২
276155
চিরবিদ্রোহী লিখেছেন : উল্টা দিকে ঘুরা শুরু করেন, ঠিকা হইয়া যাইবো Winking *-Happy
১২
333970
০৫ আগস্ট ২০১৫ রাত ১০:৫৫
আবু জান্নাত লিখেছেন : মাশা আল্লাহ দারুন পোষ্ট। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৩২
276154
চিরবিদ্রোহী লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File