আসেন মগজটাকে একটু এলোমেলো করি (ফান পোস্ট/ছবির ব্লগ)
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৫ আগস্ট, ২০১৫, ১২:০৩:২৪ দুপুর
সকাল সকাল মগজটা বেশ ফ্রেস, চাপমুক্ত থাকে, তাই না? আসেন, একটু বিগড়ে দেই-
১. ঘুরতাছে আর জুড়তাছে, বাহঃ
২. নিজেকে এই ট্রেনের ড্রাইভার মনে করেন, এলা কন কোন দিকে যাইবার লাগছেন-
৩. নীল দাগগুলো কি জোড়ায় জোড়ায় ঘুরতাসে না একটা একটা?
৪. সাইজ তো ঠিকই থাকে, তাইলে এই সাদা বক্সটা আসে কই থেইকা?
৫. সামনে গাড়ীটা সবচেয়ে বড়, তাইনা? আবার দেখেন তো............
৬. Now the million dollar question; কি দেখা যায়? বিলাই না কবুতর?
৭. কালো ডটটির দিকে তাকিয়ে থাকেন আর মজা দেখেন
৮. হলুদ আর কালো, দুটো ব্লক কিন্তু একসাথেই মুভ করছে, নাকি?
৯. ভাগ্যিস এমন আজাইরা ট্রায়াঙ্গেল ত্রিকোনমিতিতে ছিলো না!
১০. কালো ডটটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, পাশের গ্রে স্ট্রিপটা নীল হয়ে যাবে, ম্যাজিক!
১১. এক কাপ চা হয়ে যাক?
১২. আসেন ভাই, বসেন। মাগার পড়লে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না.........
১৩. মেয়েটা কিন্তু একই রঙের ব্লক সরাচ্ছে-
১৪. লাগলো, ধাক্কা লাগলো..........
১৫. সহজ প্রশ্ন, কোনদিকে ঘুরছে সার্কেল দুটো?
১৬. বিশ্বাস করুন আর না করুন, আপনি এই ছবির গতি নিয়ন্ত্রন করতে পারেন-
১৭. অতঃপর তাহা চলিতে থাকিলো....থাকিলো....থাকিলো....
১৮. যে পথটি ভিন্ন মনে হয়, সেটা পয়েন্ট করুন। আসলেই কি ভিন্ন?
১৯. সবুজ ডটটির দিকে তাকিয়ে থাকুন, হলুদ গুলো অদৃশ্য হয়ে যাবে। সাবধান! চোখের পলক ফেলা যাবে না,
২০. ডার্ক ব্যান্ডগুলো আসলো কই থেইক্যা?
২১. বর্ণবাদী চ্যাপলিন!
২২. কামরুপ কামাক্ষ্যার জাদুর পেন্সিল-
২৩. কালো ডটটির দিকে তাকিয়ে থাকুন, সাদা স্টারগুলোও রঙ্নি লাগবে
২৪. এটা কিন্তু এনিমেটেড না, স্টিল ইমেজ
২৫. এবার, দেই মাথাটারে ঘোলা কইরা-
বিষয়: বিবিধ
২৭৫৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেন, মাথাটা ঠান্ডা করেন।
ভাই মাথা ঘুরায়। খুবই ভালো লাগলো।
অসাধারণ পোষ্ট।
আর মাথা ঘুরার জন্য এটা ট্রাই করে দেখতে পারেন
উহ ! চোখে ঘোলা দেখা শুরু করছি.......।
সরি ভাইয়া মজা করে বলেছি মজা পাইছি তো তাই ।
মন্তব্য করতে লগইন করুন