সমকামীতা, মুক্তমনা ও একটি প্রশ্ন (ফেসবুক থেকে)
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৪ জুলাই, ২০১৫, ১১:৩২:৫০ সকাল
ফেসবুকে দেখুন এখানে
আপনি একজন মুক্তমনা? আধুনিক মানসিকতার অধিকারী? মুক্ত চিন্তায় বিশ্বাসী? তাহলে হয়তো আপনি গে_ম্যারেজ (পুরুষের সাথে পুরুষের বিবাহ/ সমকামীতা) -কে সমর্থন করেন ইতোমধ্যে হয়তো সেই সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সামাজিক মাধ্যমের নিজের প্রোফাইলে রংধনু সম্বলিত ছবি লটকিয়ে বসে আছেন। যদি আপনাকে প্রশ্ন করি, কেন এগুলোকে সমর্থন করেন, জানি, নিশ্চিত ভাবেই বলবেন, "এটা একান্তই দুটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।প্রাপ্ত বয়স্ক মানুষদের নিজেদের ভালো-মন্দ বোঝার ও নিজেদের বিষয়ে সিন্ধান্ত গ্রহণের পরিপূর্ণ অধিকার আছে....ব্ল্যা-ব্ল্যা-ব্ল্যা-ব্ল্যা"...... এটাই তো বলবেন?
যদি এটাই গে_রিলেশনসীপকে সমর্থন দেওয়ার কারণ হয়ে থাকে, তাহলে একই কারণে ও যুক্তিতে আপনাকে অজাচার (বাবা/মেয়ে, মা/ছেলে, ভাই/বোন দের মধ্যে প্রেম, বিবাহ বা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক , Incest) সম্পর্ককেও স্বীকৃতি ও সমর্থণ দিতে হবে।
এখানেও তো দুজন প্রাপ্ত বয়স্ক ও নিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম মানুষের ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্ত। কারণ এভাবেই তারা একে অপরের প্রতি যৌন আবেগ, আকর্ষণ অনুভব করে। এবার সেই একই উদার যুক্তিতে, আপনি তাদেরকে বিকৃত মস্তিস্ক সম্পন্ন বলতে পারেন না, কেননা, তারাতো সেটাই করছে যেটা তাদের মন ও মস্তিস্ক চাইছে, জন্ম থেকেই তাদের মানসিকতা এমনই ছিলো (হয়তো পারিপাশ্বিক পরিবেশের কারণে আগে-পিছে ফুটে উঠেছে), সুতরাং এটা তাদের জন্য একেবারেই স্বাভাবিক।
অতএব আপনি যদি এর সাথে দ্বিমত প্রকাশ করেন, তাহলে আপনাকে "Incestphobe" বা "অজাচার_বিরোধীতা" নামক মানসিক সমস্যা আক্রান্ত নন কি?
ফেসবুকে দেখুন এখানে
বিষয়: বিবিধ
২০৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বরং রোজার উপকারিতা নিয়ে কিছু লিখেন
মন্তব্য করতে লগইন করুন