হায় মুসলিম! (কবিতা)
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ৩০ জানুয়ারি, ২০১৫, ০৯:৩০:৫২ রাত
হায় মুসলিম! মোরা এমনি দূর্ভাগা জাতি,
নিজের হাতে লিখছি মোরা নিজেদের বরবাদি।
হেলায় মোরা ঠুকরে দিয়েছি খোদার নেয়ামত,
বেছে নিয়েছি তকদিরে লাঞ্ছনা, বদী আর লা’নত।
ক্ষনিকের দুনিয়া, খেল-তামাশা এমনি ডুবালো মোদের,
ভুলেছি খোদা, চিনেছি লিপ্সা, বনেছি পুতুল ভোগের।
স্বার্থের বেদিতে চড়ায়েছি বলি ভ্রাতৃত্বের বাঁধন,
সরায়েছি দুরে দুঃচ্ছাই করে, ছিল যারা চির আপন।
দ্বীনের পা গুটিয়ে রেখে সেজেছি তামাশার দোকান,
কান ঝালাপালা মিউজিকে ছুপে যায় মুয়াজ্জিনের আযান।
রটছি কষে ধুমসে বসে গদ্য-পদ্য-নোবেল খাসা,
পড়িনা কোরান, সময়ই হয়নি, শিখে নেব আরবী ভাষা।
খুঁজে বেড়াই ঘুরে দুনিয়া জুড়ে ভ্রমন-প্রমোদ-আমোদ স্থান,
নিভৃতে পড়ে ডুকরে কাঁদে পাড়ার ফাঁকা মসজিদ, সুনসান।
হচ্ছি নাকি সভ্য আধুনিক, পাশ্চাত্যের পুঞ্ছ ধরে,
শরম-পর্দা? বলে কি! এসব সেকেলে রীতি কবেই পুরেছি গোরে।
আজ তাই ইসলামী শিক্ষা-তামাদ্দুনের দামন ছেড়ে,
পুরোদস্তুর সেক্যুলার-ওয়েস্টার্ন হয়ে উঠছি বেড়ে।
ওরে মুসলিম! দ্যাখ ভেবে এবার, খুলে নে চোখের ঠুলি;
সিংহ কি কখনো শৃগাল সাজে, নিজের কেশর দিয়ে বলি?
যে তোরা একদা দাপটে জিযেছিস, অর্ধ-পৃথিবী শাসন করে,
আজ কেন তোরা পর-নির্ভর? জিম্মি হয়ে রইলি পড়ে?
বিদ্যে-বুদ্ধি, শৌর্য্য-বীর্য, যশ ছিলো তোদের বিশ্ব জুড়ে,
ঘুচালি সবই, হারালি সে ধন, অনুকরণের খপ্পে পড়ে।
তোদেরই ইলমের আলোর তোড়ে রইত যাদের ঘর ভরে,
তারাই আজ বানায় বিমান, আর তোরা লড়িস তাদের উচ্ছিষ্টের তরে।
কতই যতন, কতনা সাধন, করছিস যাদের মোসাহেব হতে,
তোদের মধ্যে বাড়িয়ে লড়াই, দিচ্ছে তালি তারা স্বার্থ লুটে।
নিজের শির বিকিয়ে দিয়ে, দু’হাতে যা যাচ্ছিস কামিয়ে,
বুঝবি যেদিন, এসব ভেল্কি, ভোজবাজির মতোই যায় মিলিয়ে।
হায় মুসলিম! আর কত কাল? এবার তোরা ওঠ জেড়ে,
দিসনে নিজের ঈমান বেচে, বিলাস-বাসনার দুনিয়া দেখে।
যেদিন তোরা চিনবি নিজেকে, পারবি এ সবে লাথি দিতে,
দেখবি দুনিয়া লুটিয়ে পড়ছে, তোদেরই পায়ের তলিতে।
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ঋহতয় জুড়ানো ও উৎসাহদীপ্ত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ব্যক্তিগত ও অন্যান্য সমস্যার জন্য নিয়মিত হতে পারছি না, দুআ করবেন যেন এগুলো কাটিয়ে আবার নিয়মিত হতে পারি। জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
মন্তব্য করতে লগইন করুন