হায় মুসলিম! (কবিতা)

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ৩০ জানুয়ারি, ২০১৫, ০৯:৩০:৫২ রাত



হায় মুসলিম! মোরা এমনি দূর্ভাগা জাতি,

নিজের হাতে লিখছি মোরা নিজেদের বরবাদি।

হেলায় মোরা ঠুকরে দিয়েছি খোদার নেয়ামত,

বেছে নিয়েছি তকদিরে লাঞ্ছনা, বদী আর লা’নত।

ক্ষনিকের দুনিয়া, খেল-তামাশা এমনি ডুবালো মোদের,

ভুলেছি খোদা, চিনেছি লিপ্সা, বনেছি পুতুল ভোগের।

স্বার্থের বেদিতে চড়ায়েছি বলি ভ্রাতৃত্বের বাঁধন,

সরায়েছি দুরে দুঃচ্ছাই করে, ছিল যারা চির আপন।

দ্বীনের পা গুটিয়ে রেখে সেজেছি তামাশার দোকান,

কান ঝালাপালা মিউজিকে ছুপে যায় মুয়াজ্জিনের আযান।

রটছি কষে ধুমসে বসে গদ্য-পদ্য-নোবেল খাসা,

পড়িনা কোরান, সময়ই হয়নি, শিখে নেব আরবী ভাষা।

খুঁজে বেড়াই ঘুরে দুনিয়া জুড়ে ভ্রমন-প্রমোদ-আমোদ স্থান,

নিভৃতে পড়ে ডুকরে কাঁদে পাড়ার ফাঁকা মসজিদ, সুনসান।

হচ্ছি নাকি সভ্য আধুনিক, পাশ্চাত্যের পুঞ্ছ ধরে,

শরম-পর্দা? বলে কি! এসব সেকেলে রীতি কবেই পুরেছি গোরে।

আজ তাই ইসলামী শিক্ষা-তামাদ্দুনের দামন ছেড়ে,

পুরোদস্তুর সেক্যুলার-ওয়েস্টার্ন হয়ে উঠছি বেড়ে।

ওরে মুসলিম! দ্যাখ ভেবে এবার, খুলে নে চোখের ঠুলি;

সিংহ কি কখনো শৃগাল সাজে, নিজের কেশর দিয়ে বলি?

যে তোরা একদা দাপটে জিযেছিস, অর্ধ-পৃথিবী শাসন করে,

আজ কেন তোরা পর-নির্ভর? জিম্মি হয়ে রইলি পড়ে?

বিদ্যে-বুদ্ধি, শৌর্য্য-বীর্য, যশ ছিলো তোদের বিশ্ব জুড়ে,

ঘুচালি সবই, হারালি সে ধন, অনুকরণের খপ্পে পড়ে।

তোদেরই ইলমের আলোর তোড়ে রইত যাদের ঘর ভরে,

তারাই আজ বানায় বিমান, আর তোরা লড়িস তাদের উচ্ছিষ্টের তরে।

কতই যতন, কতনা সাধন, করছিস যাদের মোসাহেব হতে,

তোদের মধ্যে বাড়িয়ে লড়াই, দিচ্ছে তালি তারা স্বার্থ লুটে।

নিজের শির বিকিয়ে দিয়ে, দু’হাতে যা যাচ্ছিস কামিয়ে,

বুঝবি যেদিন, এসব ভেল্কি, ভোজবাজির মতোই যায় মিলিয়ে।

হায় মুসলিম! আর কত কাল? এবার তোরা ওঠ জেড়ে,

দিসনে নিজের ঈমান বেচে, বিলাস-বাসনার দুনিয়া দেখে।

যেদিন তোরা চিনবি নিজেকে, পারবি এ সবে লাথি দিতে,

দেখবি দুনিয়া লুটিয়ে পড়ছে, তোদেরই পায়ের তলিতে।

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302241
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। অনেক দিন পর আপনার অসাধারণ তেজ্যোদ্বীপ্ত লিখাটি পরে খুব ভালো লাগলো। বারাকাল্লাহু ফিক।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:১২
244549
চিরবিদ্রোহী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্রাহ।
আপনার ঋহতয় জুড়ানো ও উৎসাহদীপ্ত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ব্যক্তিগত ও অন্যান্য সমস্যার জন্য নিয়মিত হতে পারছি না, দুআ করবেন যেন এগুলো কাটিয়ে আবার নিয়মিত হতে পারি। জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৪
245371
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। দুঃখিত সহযোগিতা করতে না পারার জন্য।
302245
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১০:০২
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:১২
244550
চিরবিদ্রোহী লিখেছেন : Good LuckRose Good Luck Big Grin Good LuckRose Good Luck
জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
244631
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাসিক দিন দুনিয়া
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৫
244718
চিরবিদ্রোহী লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
302264
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:১৩
244551
চিরবিদ্রোহী লিখেছেন : আপনাকেও অসংখ ধন্যবাদ।
জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
302278
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:১১
শেখের পোলা লিখেছেন : ভারী চমৎকার আহবান৷ ধন্যবাদ৷
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:১৪
244552
চিরবিদ্রোহী লিখেছেন : বহুত শুকরিয়া ভাইজান। Good LuckRose Good Luck Big Grin Good LuckRose Good Luck
জাযাকাল্লাহু খাইর।
==============================
মাসিক ইসলামী পত্রিকার মধ্যে কোনগুলো কবিতা ছাপে? ই-মেইল থাকলে দিয়ে একটু সাহায্য করবেন।
302373
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:১৫
চিরবিদ্রোহী লিখেছেন : ‍"মুক্তিযোদ্ধার কন্যা" নিকের কমেন্টটি অশালীন, উস্কানীমূলক ও নূন্যতম শিষ্ঠাচার বহির্ভূত হওয়ার ডিলেট করতে বাধ্য হলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File