এ কি বেহাল দশা এই ব্লগ প্ল্যাটফর্মের ?????
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৩ নভেম্বর, ২০১৪, ০৭:৩৮:৫৮ সন্ধ্যা
কিছু বলার আগে ছবিগুলোর দিকে একটু মনোযোগ দিন-
এই হলো অবস্থা। স্ক্রীনশট গুলো আজ সন্ধ্যা ৬.৩০ এর দিকে "সর্বাধিক পঠিত" পাতা থেকে নেওয়া।
"প্রবাসী সোহেল রানার স্ত্রী রিক্তাকে বিয়ে করলেন রেলমন্ত্রী "
হিসাবে সোহেল রানার নাম...
১০৮৯৫ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ৮ টি! অনুপাত ১৩৬২ঃ১
"শেখ হাসিনার জেদের রাজনীতি! কয়েক দিনের মধ্যেই জামায়াত নেতা কামরুজ্জমান খুন হতে যাচ্ছেন!"
৩১৮৮ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ২২ টি! অনুপাত ১৪৫ঃ১
"আসুন জেনে নেই মীর কাসেম আলী (Mir Quasem Ali) এর বিরুদ্ধে আনিত অভিযোগসমূহের অসঙ্গতিঃ"
২৮৭৯ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ১২ টি! অনুপাত ২৪১ঃ১
"স্ত্রী যদি স্বামীর চেয়ে বয়সে বড় হয় তাহলে কোন সমস্যা আছে? "
২৪১৯ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ১০ টি! অনুপাত ২৪২ঃ১
"আসুন মোঃ কামারুজ্জামান (Md. Kamaruzzaman) এর বিরুদ্ধে দায়ের করা মামলার এর বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে জানি।"
১৪৫৯ বার পঠিত পোস্টে মন্তব্যের সংখ্যা মাত্র ৯ টি! অনুপাত ১৬৩ঃ১
একটা বিষয় মনে রাখতে হবে, উপরের মন্তব্যের সংখ্যা কিন্তু মন্তব্য ও প্রতিমন্তব্য সহ গণনা করা হয়েছে। লেখক পাঠকদের মন্তব্যের প্রতিমন্তব্য করলে সেটাও এই সংখ্যার সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে মূল মন্তব্যের সংখ্যা অর্ধেক, সর্বোচ্চ ২/৩ অংশ হওয়াই উচিত।
এই হলো হাল আমলের অবস্থা। ব্লগে পাঠক নেই একথা বলার কোন উপায় নেই। যে মুহুর্তে লিখছি, সেই মুহুর্তেই ব্লগে উপস্থিতীর সংখ্যাটাও দেখে নেয়া যায়-
তাছাড়াও, পাঠকবিহীন ভাবে ১২০০+ বার পঠিত হওয়াও কি সম্ভব?
তাহলে এতবার পড়ার পরও মন্তব্য নেই কেন? লেখাটিতে আবেদন নেই? সেটা বলা যায় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা অ্যাভারেজ মানের লেখা এই ব্লগে ১৫০-৩৫০ বার পঠিত হয়, এর বেশি সাধারণত হয় না। ১২০০ বার যখন পড়া হয়, তখন বুুঝতে হবে পাঠক আকর্ষন আছে বিধায়ই পড়া হয়।
মূল সমস্যাটা তাহলে কোথায়? আমরা কি মন্তব্য করার প্রয়োজনীয়তা বোধ করি না? একজন পাঠক নয়, লেখক হিসেবে চিন্তা করুন- মন্তব্য লেখার জন্য কতটা জরুরী। মন্তব্যের মাধ্যমে আপনি লেখার অণুপ্রেরণা পাবেন, নতুন তথ্যাদি পাবেন; সবচেয়ে বড় কথা লেখক হিসেবে যে ভূল গুলো আপনার চোখে পড়েনি, অথবা যে বিষয়টি আপনি ধ্রুব বলে ধরে নিয়েছেন অথচ তা আদৌ সেরকম নয়, এ সকল বিষয়ে সাহায্য পাওয়া যায় মন্তব্য থেকে। এবার ভাবুন, আপনি অন্যের লেখায় মন্তব্য করেন না, আরেকজনও আপনার লেখায় মন্তব্য করবে না। এমন হলেই লেখার মানের যে ১২টা বাজবে, তা অচিরেই প্রত্যক্ষ ভাবে দেখা যাবে।
আরেকটা বিষয় হতে পারে আমরা সবাই বেশি পন্ডিত হয়ে গেছি। পান্ডিত্যের আধিক্যে আমরা "এই লেখায় আর কি মন্তব্য করবো" টাইপের চিন্তা ভাবনা নিয়ে চলা শুরু করেছি। যদি তাই হয়, আমি মনে করি পান্ডিত্য জাহিরের জন্য পোস্টের চেয়ে মন্তব্যটাই উপযুক্ত স্থান। ভেবে দেখেন.........
অবশ্য এখানে একটা নেতিবাচক ঘটনা ঘটে থাকতে পারে। F5 এর কল্যানে কিছু সময়ের মধ্যেই পড়ার সংখ্যা বাড়িয়ে নেয়া যেতে পারে। কিন্তু ব্লগারদের প্রতি আমার এতটুকু আস্থা আছে যে, তারা সংখ্যাধিক্য দেখানোর লোভে এমন কাপুরুষতা মূলক আচরণের আশ্রয় নিবেন না। যদি একান্তই কেউ নিয়েই থাকেন, তাকে তার বিবেকের হাওয়ালায় ছেড়ে দিলাম।
সবিশেষ যেটা বলতে চাই, সুস্থ্য ও মার্জিত ধারার স্বাধীন লেখা ও চিন্তাধারার বিকাশে এই প্ল্যাটফর্মটা একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এখান থেকেই হয়তো ভবিষ্যতের নামজাদা কলম সৈনিকের আবির্ভাব হবে। সুতরাং, সেই সব ফুলের আজকের কলিকে বিকাশ হতে সাহায্য করা আমাদের কর্তব্য। বৃহত্তর স্বার্থে এই বিষয়টা সবাইকে গুরুত্বের সাথে ভেবে দেখার অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খইর।
জাযাকাল্লাহু খইর।
জাযাকাল্লাহু খইর।
লক্ষ্যনীয় যে , উপরের পোস্টগুলোর মধ্যে একটি বিশেষ চিন্তাধারার সমার্থক পোস্টে কিছুটা হলেও মন্তব্য আছে, অন্যগুলোর মধ্যে তা নেই। কিন্তু ওখানে অন্তত ১টা লেখা আসলেই মানসম্মত বলে আমার মনে হয়।
আপনার সুন্দর আহবানের সাথে একমত পোষণ করছি।
প্রথম দিকে নাবুঝেই আমিও কয়েক বার এমন করেছিলাম! উপলব্ধিতা এসেছে আমারও! প্রকৃত জানার নিয়তে নিজের অধিক পঠন ও মন্তব্য করা অবশ্যই জরুরী!প্রেরণ আসে এতে লেখকদের!
লেখকদেরও উচিত পাঠক কোন মন্তব্য করলে প্রতিমন্তব্যে তাকেও উৎসাহিত করা। অনেক লেখক নিজে সহজে অন্যের লেখায় তো মন্তব্য করেন না,তার লেখা কৃত মন্তব্যের প্রতিমন্তব্যও এড়িয়ে যান।
ব্লগের পাঠক-লেখক সবাই কে একটু অনুধাবন করার আর্জি জানাচ্ছি!!
হ্যা, রেডিমেড মন্তব্যগুলোকে আসলেই এড়ানোর সময় এসেছে। তারপরও মনে করি, নাই মামার চেয়ে কানা মামা তো ভালো।
তবে সব ব্লগারকে যেমন মন্তব্যের ব্যাপারে আগ্রহী হতে হবে তেমনি পোস্টদাতাকেও বিশাল সাইজের পোস্ট বা কপি্পেস্ট পোস্ট না করে ছোট ছোট করে পারলে পর্ব আকারে ( খুব স্বল্প বিরতিতে) পোস্ট দিলে ভাল হয় ।
পোস্ট গুলোতে বেশী প্যারা রাখা উচিত , না হলে লেখা ঘিন্জি ঘিন্জি লাগে ।
যে কথাগুলো বলেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল করলেই টের পাবেন, পুরোনো রথি মহারথিরা মোটামুটি নিশ্চুপই হয়ে গেছে, আর এটাই টোটাল পরিস্থিতিতে একটা বিশাল প্রভাব বিস্তার করছে।
যে কথাগুলো বলেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল করলেই টের পাবেন, পুরোনো রথি মহারথিরা মোটামুটি নিশ্চুপই হয়ে গেছে, আর এটাই টোটাল পরিস্থিতিতে একটা বিশাল প্রভাব বিস্তার করছে।
মন্তব্য করতে লগইন করুন